পোকো শীঘ্রই C সিরিজের অধীনে একটি সস্তা স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই ফোনের নাম Poco C85 4G। সম্প্রতি এর রেন্ডার ও কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। জানা গিয়েছিল এতে থাকবে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এইচডি প্লাস ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি। সর্বপরি এটি Redmi 15C 4G এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে গুঞ্জন রয়েছে। আজ ডিভাইসটিকে গুগল প্লে কনসোলে খুঁজে পাওয়া গেছে। এখান থেকেও Poco C85 4G এর বিভিন্ন ফিচার প্রকাশ্যে এসেছে।
গুগল প্লে কনসোলে Poco C85 4G ফোনটি 25078PC3EG মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। এখান থেকে জানা গেছে যে, এই ডিভাইসে ব্যবহৃত চিপসেটের কোডনেম মিডিয়াটেক এমটি৬৭৬৯। এর সাথে মালি জি৫২ জিপিইউ যুক্ত থাকবে। এই চিপসেটে মোট আটটি কোর রয়েছে। এর মধ্যে দুটি কোর চলে ২ গিগাহার্টজে এবং আর বাকিগুলো ১.৭ গিগাহার্টজ ক্লক স্পিডে। এটি মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর হবে।
এছাড়া পোকো সি৮৫ ৫জি হ্যান্ডসেটটি এখানে ৮ জিবি র্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। এটা অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এর ডিসপ্লের রেজোলিউশন থাকবে ৭২০×১৬০০ পিক্সেল এবং স্ক্রিন ডেনসিটি ৩২০ পিপিআই।
যেহেতু পোকোর আসন্ন ডিভাইসটি Redmi 15C 4G এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, তাই এদের স্পেসিফিকেশনে খুব বেশি পার্থক্য দেখা যাবে না। সেক্ষেত্রে এই মডেলে পাওয়া যেতে পারে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস ডট ড্রপ প্যানেল, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। এটি ৮ জিবি পর্যন্ত র্যাম + ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে।
ফটোগ্রাফির জন্য এর পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আর সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.