Poco C85 বারো হাজার টাকার কমে 6000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

Poco C85 অবশেষে আজ সোমবার লঞ্চ হল। গ্লোবাল মার্কেটে এর দাম রাখা হয়েছে ১২,০০০ টাকার কম। বাজেট রেঞ্জে আসা এই ফোনে পাওয়া যাবে ৬০০০ এমএএইচ ব্যাটারি। আপাতত কোম্পানির ফিলিপাইনের অফিসিয়াল ওয়েবসাইটে ডিভাইসটি তালিকাভুক্ত রয়েছে। এটি তিনটি কালার অপশনে ও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। হ্যান্ডসেটটি মিডিয়াটেক হেলিও সিরিজের প্রসেসর দ্বারা চালিত। আর Poco C85 এর সামনে দেখা যাবে ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিজাইনের ডিসপ্লে, যা চোখের সুরক্ষার জন্য TÜV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ এসেছে।
Poco C85 এর দাম ও লভ্যতা
Poco C85 এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০৯ ডলার (প্রায় ৯,৬০০ টাকা)। আবার এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১২৯ ডলার (প্রায় ১১,৪০০ টাকা)। যদিও এটি অফার মূল্য। অফার শেষে ফোনটির দাম কত পড়বে তা এখনও অজানা।
আশা করা যায় পোকো সি৮৫ শীঘ্রই ভারতেও লঞ্চ হবে। যদিও এখনও এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। ডিভাইসটি পার্পেল, ব্ল্যাক এবং গ্রীন কালার অপশনে এসেছে।
Poco C85 এর স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়েল সিম সাপোর্ট সহ আসা Poco C85 ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২ কাস্টম স্কিনে চলবে। এতে আছে ৬.৯ ইঞ্চি ডট ড্রপ ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০×৭২০ পিক্সেল, পিক ব্রাইটনেস লেভেল ৮১০ নিট, রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এই ডিসপ্লে বিশেষ “রিডিং মোড” সাপোর্ট সহ এসেছে।
পারফরম্যান্সের জন্য Poco C85 মডেলে মালি-জি৫২ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা চিপ ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি জল ও ধুলো প্রতিরোধের জন্য IP64 রেটিং সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য Poco C85 এর পিছনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সামনে আছে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। Poco C85-এর অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক সাপোর্ট।