প্রথম সেলে মুহুর্তে শেষ হয়ে গিয়েছিল, আজ ফের কেনার সুযোগ Poco F7 5G স্মার্টফোন

ভারতে এই মাসের শুরুতে অর্থাৎ ১ জুলাই শুরু হয়েছিল Poco F7 5G স্মার্টফোনের প্রথম সেল। ফ্লিপকার্টে এই সেল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ডিভাইসটির স্টক শেষ হয়ে যায়। ফলে অনেকেই কিনতে পারেননি। আপনিও যদি সেই দলে থাকেন তাহলে চিন্তা করবেন না। আজ ৪ জুলাই দুপুর ১২টা থেকে Poco F7 5G ফের একবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। এই সেলেও ক্রেতারা প্রথম সেলের সমস্ত অফার পাবেন।

Poco F7 5G এর দাম ও অফার

পোকো এফ৭ ৫জি এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩১,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি ভার্সন কেনা যাবে ৩৩,৯৯৯ টাকায়।

যারা ICICI, SBI বা HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তারা ২,০০০ টাকা ছাড় পাবেন। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ২,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত বোনাস মিলবে। এর সঙ্গে থাকছে এক বছর বাড়তি ওয়ারেন্টি ও ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা।

Poco F7 5G এর স্পেসিফিকেশন

পোকো এফ৭ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩২০০ নিট। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ঔ ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স।

পারফরম্যান্সের জন্য Poco F7 5G স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলে।