মোবাইল

সস্তায় সেরা ফিচার্স, নামিদামী ফোনকে প্যাঁচে ফেলতে রাজকীয় এন্ট্রি নিচ্ছে Poco F7 Pro

Published on:

poco f7 pro key specifications revealed before launch

Poco F7 Pro খুব তাড়াতাড়ি বিভিন্ন দেশে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে স্মার্টফোনটির ব্যাপারে নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। সংস্থা এখনও কিছু না বললেও ইতিমধ্যেই জানা গিয়েছে, Poco F7-এর সঙ্গে Redmi K80 মডেলটির প্রচুর মিল থাকতে পারে, যা গত বছর নভেম্বরে চীনে প্রকাশ হয়েছিল। পোকোর এই মডেলটি ফ্ল্যাগশিপ কিলার হিসেবে পরিচিতি পাবে। অর্থাৎ এতে এমন সব ফিচার্স থাকবে যা সাধারণ দামি হাই-এন্ড ফোনগুলিতে দেখা যায়।

Poco F7 Pro কী ফিচার্স অফার করবে

পোকো এফ৭ প্রো-তে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রেনো ৭৫০ জিপিইউ থাকবে। ডিভাইস ইনফো এইচডব্লিউ ডাটাবেসের লিস্টিং থেকে এমনটাই জানা যাচ্ছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর হাইপারওএস ২.০ কাস্টম স্কিনের সঙ্গে আসবে। এনএফসি সংযোগ, ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমর্থন করবে ফোনটি।

আরও পড়ুন:  ৫ হাজার টাকার কমে আইফোনের মতো ডিজাইনের স্মার্টফোন, ৮ জিবি র‌্যাম সহ আছে ডুয়েল ক্যামেরা

পোকো এফ৭ প্রো কিউএইচডি+ (১,৪৪০ x ৩,২০০ পিক্সেল) স্ক্রিন অফার করতে পারে। এটি টিসিএল দ্বারা তৈরি ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে হওয়ার সম্ভাবনা, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর ওয়েবসাইটের লিস্টিং অনুসারে ৫,৮৩০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:  সনি ক্যামেরার সাথে সুপার ফাস্ট প্রসেসর, iQOO Neo 10R ফ্ল্যাগশিপ কিলার লঞ্চ হল, দাম কত

Poco F7 Pro যদি Redmi K80 মডেলটির রিব্র্যান্ডেড ভার্সন হয় তাহলে দুই ফোনের স্পেসিফিকেশনে কোনও ফারাক থাকবে না। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, ও একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। টপ মডেলে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। উল্লেখ্য, চীনে ডিভাইসটির ১২ জিবি + ২৫৬ জিবি মেমরি অপশন ২,৪৯৯ ইউয়ানে লঞ্চ হয়েছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,০০০ টাকা।