Poco F সিরিজ শীঘ্রই তিনটি নতুন মডেলের সঙ্গে বিশ্ববাজারে লঞ্চ হচ্ছে। Poco F7 ফোনটির ভারতে আসা নিশ্চিত হলেও Poco F7 Pro এবং Poco F7 Ultra এদেশে উপলব্ধ হওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য, গত বছর, Poco F6 সিরিজ মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে আলোড়ন সৃষ্টি করেছিল। যার ফলে নতুন প্রজন্মের মডেলগুলির জন্য প্রত্যাশা তুঙ্গে। এই লাইনআপে ব্যাপক আপগ্রেড থাকবে বলে শোনা যাচ্ছে।
Poco F7 Pro এবং Poco F7 Ultra ফোন দুটির ফিচার্সের সঙ্গে চীনের Redmi K80 ও Redmi K80 Pro-র মিল থাকতে পারে। পোকোর এই নতুন প্রজন্মের ফোনগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২কে রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকতে চলেছে। অর্থাৎ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের দিক থেকে হতাশ হবেন না ক্রেতারা।
Pro মডেলটিতে Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকতে পারে, যেখানে Ultra ভার্সনে Snapdragon 8 Elite চিপসেট থাকবে বলে আশা করা যায়। চিপটি ১৬ জিবি র্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে। Poco F7 Pro-এ ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। অন্যদিকে, Poco F7 Ultra ফোনটি ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা অফার করতে পারে। ফ্রন্ট-ফেসিং ক্যামেরাটি ২০ মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা।
Pro ও Ultra দুই ফোনে যথাক্রমে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি মিলতে পারে। সঙ্গে ওয়্যারলেস চার্জিং ফিচারও পাওয়া যাবে। F7 Pro ও F7 Ultra চলতি বছরের প্রথমার্ধে গ্লোবাল মার্কেটে পা রাখতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.