মোবাইল

পারফরম্যান্স চমকে দেবে, দুর্ধর্ষ প্রসেসর ও 16 জিবি র‍্যামের সেরা ফোন আনছে Poco

Published on:

poco-f7-ultra-geekbench-ai-listing-chipset-ram-os-features

Poco F7 Ultra ও F7 Pro খুব তাড়াতাড়ি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ফোনগুলি যথাক্রমে Redmi K80 Pro এবং Redmi K80 এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে শোনা যাচ্ছে , যা গত বছর নভেম্বরে চীনে আত্মপ্রকাশ করেছিল। নতুন সিরিজের টপ মডেল হিসেবে আসছে Poco F7 Ultra। এই ভেরিয়েন্ট এখন গিকবেঞ্চ AI বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite চিপসেটের সাথে দেখা গিয়েছে। শুনলে অবাক হবেন যে এই ফোনে ১৬ জিবি র‍্যাম থাকবে।

Poco F7 Ultra গিকবেঞ্চ AI লিস্টিং

Poco F7 Ultra এর গ্লোবাল ভেরিয়েন্ট Geekbench AI প্ল্যাটফর্মে টেস্ট করা হয়েছে। এতে Adreno 830 GPU এবং একটি অক্টা-কোর Qualcomm চিপসেট আছে। যার ছয়টি কোরের ক্লক স্পিড ৩.৫৩ গিগাহার্টজ এবং ৪.৩২ গিগাহার্টজের দুটি প্রাইম কোর রয়েছে। এই কনফিগারেশনগুলি Snapdragon 8 Elite প্রসেসরের দিকেই ইঙ্গিত করছে।

গিকবেঞ্চ এআই লিস্টিং থেকে আরও জানা গিয়েছে যে, পোকোর এই নতুন স্মার্টফোনে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। ফলে শক্তিশালী চিপসেটের সঙ্গে প্রচুর র‍্যাম মাল্টিটাস্কিং সহজ করে তুলবে। সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে রান করবে। ফোনে ১ টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।

Redmi K80 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন হলে Poco F7 Ultra-তে ৬.৬৭ ইঞ্চি ২K রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,২০০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন সাপোর্ট, ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২.৫x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াট এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা যায়।