Redmi K90 Pro এর গ্লোবাল ভার্সন হিসেবে Poco F8 Ultra খুব শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যদিও, কোম্পানি এখনও হ্যান্ডসেটটির সর্ম্পকে কোনও তথ্য প্রকাশ্যে আনেনি, তবে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেটে চলবে বলে আশা করা হচ্ছে। আজ Poco F8 Ultra হ্যান্ডসেটটি থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন ওয়েবসাইটে হাজির হয়েছে। এই লিস্টিংটি ফোনের মডেল নম্বর সহ এর কিছু কানেক্টিভিটি অপশন প্রকাশ করেছে। আসুন Poco F8 Ultra কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
আসন্ন Poco F8 Ultra ডিভাইসটি সম্প্রতি ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) ওয়েবসাইটে 25102PCBEG মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি প্রকাশ করেছে যে, এই স্মার্টফোনে জিএসএম, ডাব্লিউসিডিএমএ, এলটিই এবং এনআর নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়া সার্টিফিকেশন সাইট থেকে আরও সামনে এসেছে যে হ্যান্ডসেটটি চীনে তৈরি।
এনবিটিসি লিস্টিং এবং মডেল নম্বর ইঙ্গিত দেয় যে, Poco F8 Ultra সম্ভবত আসন্ন Redmi K90 Pro অথবা Redmi K90 Pro Max ফোনের একটি নতুন ভার্সন হতে পারে। আগামী মাসে চীনে লঞ্চ হতে চলা Redmi K90 Pro মডেলটিকে ইতিমধ্যেই গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে একই মডেল নম্বর (Xiaomi 25102RKBEC) সহ দেখা গিয়েছে।
Poco F8 Ultra ফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট দ্বারা চালিত হতে পারে। এর পাশাপাশি এটি ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সমর্থন সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এই হ্যান্ডসেটে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে। ডিসপ্লেটি সম্ভবত ১.৫কে বা ২কে রেজোলিউশন অফার করবে।
শোনা যাচ্ছে যে, Poco F8 Ultra হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর অবস্থান করবে। এতে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। হ্যান্ডসেটটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি৬৯ রেটিং সহ আসবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি, Poco F8 Ultra হতে চলেছে Poco F7 Ultra এর উত্তরসূরি, যা গত মার্চ মাসে গ্লোবাল মার্কেটে ৫৯৯ ডলার (প্রায় ৫১,০০০ টাকা) মূল্যে লঞ্চ হয়। এতে ৬.৬৭ ইঞ্চির স্ক্রিন এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। মডেলটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,৩০০ এমএএইচ ব্যাটারি অফার করে, যা ১২০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.