Poco F8 Ultra ও Poco F8 Pro বিশ্ব বাজারে লঞ্চ হল, কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা

বুধবার বিশ্ব বাজারে লঞ্চ হল Poco F8 সিরিজ। এই লাইনআপের অধীনে Poco F8 Ultra ও Poco F8 Pro মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আল্ট্রা ভ্যারিয়েন্টে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ এবং ৬৫০০ এমএএইচ ব্যাটারি। আবার প্রো মডেলে পাওয়া যাবে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং সামান্য ছোট ৬২১০ এমএএইচ ব্যাটারি। উভয় হ্যান্ডসেটই অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার ওএস ৩ কাস্টম স্কিনে চলবে।

Poco F8 Ultra, Poco F8 Pro এর দাম ও উপলব্ধতা

Poco F8 Ultra এর ১২ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭২৯ ডলার (প্রায় ৬৫,১০০ টাকা)। আবার ১৬ জিবি RAM + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৭৯৯ ডলার (প্রায় ৭১,৩০০ টাকা)। তবে আর্লি-বার্ড অফারে এই দুটি মডেল যথাক্রমে ৬৭৯ ডলারে (প্রায় ৬০,৬০০ টাকা) ও ৭২৯ ডলারে (প্রায় ৬৫,১০০ টাকা) কেনা যাবে।

এদিকে Poco F8 Pro এর ১২ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৭৯ ডলার (প্রায় ৫১,৭০০ টাকা) এবং ১২ জিবি RAM + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৬২৯ ডলার (প্রায় ৫৬,১০০ টাকা) রাখা হয়েছে। তবে আর্লি-বার্ড অফার হিসাবে এই দুই ভ্যারিয়েন্ট যথাক্রমে ৫২৯ ডলার (প্রায় ৪৭,২০০ টাকা) এবং ৫৭৯ ডলার (প্রায় ৫১,৭০০ টাকা) মূল্যে পাওয়া যাবে।

অফার হিসেবে Poco F8 Ultra এর সাথে চার মাসের স্পোর্টিফাই প্রিমিয়াম ট্রায়াল মিলবে, অন্যদিকে F8 Pro কিনলে তিন মাসের ট্রায়াল অফার পাওয়া যাবে। আর উভয় মডেল কিনলে ১০০ জিবি স্টোরেজ সহ ছয় মাসের Google One সাবস্ক্রিপশন এবং তিন মাসের ইউটিউব প্রিমিয়াম ট্রায়াল বিনামূল্যে দেওয়া হবে।

কালার অপশনের কথা বললে Poco F8 Ultra মডেলটি ব্ল্যাক এবং ডেনিম ব্লু কালার অপশনে এসেছে, অন্যদিকে Poco F8 Pro ব্ল্যাক, ব্লু এবং টাইটানিয়াম সিলভার কালার অপশনে পাওয়া যাবে।

Poco F8 Ultra এর ফিচার ও স্পেসিফিকেশন

Poco F8 Ultra এর সামনে দেখা যাবে ৬.৯-ইঞ্চি (১,২০০×২,৬০৮ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত, টাচ স্যাম্পলিং রেট ৪৮০ হার্টজ পর্যন্ত, সর্বোচ্চ ব্রাইটনেস ৩,৫০০ নিট এবং ডলবি ভিশন সাপোর্ট। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ‌৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে যুক্ত রয়েছে ১৬ জিবি পর্যন্ত RAM এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সাপোর্ট। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Poco F8 Ultra ডিভাইসে ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, ৫x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো শ্যুটার এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা উপস্থিত। সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১০০ ওয়াট হাইপারচার্জ, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Poco F8 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

Poco F8 Pro মডেলে পাওয়া যাবে ৬.৫৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩৫০০ নিট পর্যন্ত। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১২ জিবি RAM এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ আছে। আল্ট্রা মডেলের মতো প্রো হ্যান্ডসেটটি হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। দুটি ফোনে চারটি অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছর ধরে সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।

ক্যামেরা বিভাগে Poco F8 Pro স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি OPIS সাপোর্ট যুক্ত সেন্সর, ৫০ মেগাপিক্সেল ২.৫এক্স জুম-সমর্থিত টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। আর সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Poco F8 Pro ডিভাইসে ৬২১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১০০ ওয়াট হাইপারচার্জ এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। হ্যান্ডসেটটি IP68-রেটেড ধুলো এবং জল প্রতিরোধী বৈশিষ্ট্য সহ এসেছে।