মোবাইল

সস্তায় নতুন 5G স্মার্টফোন বাজারে আনছে Poco, ফাঁস হল র‍্যাম, প্রসেসর, ও ডিজাইন

Published on:

poco-m7-5g-ram-chipset-design-google-play-console

শাওমির নতুন বাজেট স্মার্টফোন হিসাবে বাজারে আসতে চলেছে Poco M7 5G। নাম শুনেই বুঝতে পারছেন যে এটি ২০২৩ সালের ডিসেম্বরে লঞ্চ করা Poco M6 5G-এর আপগ্রেড ভার্সন। ফোনটি সম্প্রতি গুগল প্লে কনসোলে দেখা গিয়েছে, ফলে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে বলে আশা করা যায়। প্লে কনসোল থেকে এটির ফ্রন্ট ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে।

Poco M7 5G সম্পর্কে কী কী তথ্য উঠে এল

গুগল প্লে কনসোলের লিস্টিং অনুযায়ী, Poco M7 5G স্মার্টফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর (মডেল নম্বর ‘SM4450’) দ্বারা চালিত হবে। এই চিপসেটে দুটি আর্ম কর্টেক্স A78 কোর রয়েছে যা ২.২ গিগাহার্টজ স্পিডে ক্লক করে। আর ছয়টি আর্ম কর্টেক্স A55 কোরের ক্লক স্পিড ১.৯৫ গিগাহার্টজ। গ্রাফিক্সের দায়িত্ব সামলাবে কোয়ালকমের অ্যাড্রিনো 613 জিপিইউ যা ৯৫৫ মেগাহার্টজে ক্লক করে।

পোকো এম৭ ৫জি-এর ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট গুগল প্লে কনসোলে লিস্টেড ছিল। আরও মজার বিষয় হল, ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে বলে জানা গিয়েছে। ৩২০ ডিপিআই পিক্সেল ডেনসিটি সহ ডিসপ্লের রেজোলিউশন ৭২০x১৬৪০ হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ এটি বাজেট-ফ্রেন্ডলি ফোন হতে চলেছে।

লিস্টিংয়ে অন্তর্ভুক্ত ছবিতে পোকো এম৭ প্রো ৫জি-এর মতো একটি ফ্ল্যাট ডিসপ্লে দেখা গিয়েছে। বেজেলগুলি তিন দিকে পাতলা দেখাচ্ছে, যদিও চিনের অংশটা কিছুটা মোটা। সেলফি ক্যামেরাটি একটি কেন্দ্রীয়ভাবে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটে রাখা হয়েছে। ডান দিকে, ভলিউম রকার এবং পাওয়ার বোতাম দৃশ্যমান। ফোনটির অন্যান্য ডিটেলস শীঘ্রই জানা যাবে বলে আশা করা যায়।