খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে পোকোর নতুন স্মার্টফোন Poco M7 Plus। ইতিমধ্যেই Poco India এবং Flipkart-এ ডিভাইসটির জন্য আলাদা টিজার পেজ তৈরি করা হয়েছে। এখান থেকে ডিভাইসটির ব্যাক প্যানেলের ডিজাইন প্রকাশ করা হয়েছে। স্মার্টফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে এবং পিছনে ব্ল্যাক কালার সহ রিফাইনড ফিনিশ দেখা যাবে। আর এই হ্যান্ডসেটের জন্য “Power for All” ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে, যা ইঙ্গিত করে যে এতে শক্তিশালী ব্যাটারি থাকবে।
যদিও পোকোর তরফে এখনও ফোনটির নাম নিশ্চিত করা হয়নি। তবে 91Mobiles Hindi তাদের প্রতিবেদনে আসন্ন এই ডিভাইসের নাম Poco M7 Plus হবে বলে দাবি করেছে। পাশাপাশি তারা জানিয়েছে যে, এটি ১৩ই আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে।
আসন্ন পোকো এম৭ প্লাস মডেলটি পোকো এম৬ প্লাস এর উত্তরসূরি মডেল হবে হবে বলে। আর এর আগে ফাঁস হয়েছিল যে, এই স্মার্টফোনে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে।
Poco M7 Plus এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ পর্যন্ত। ফটোগ্রাফির জন্য পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সঙ্গে সেকেন্ডারি ক্যামেরা। সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
নতুন এই পোকো ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আশা করা যায়, চার্জার বক্সের মধ্যে থাকবে।
কোম্পানির তরফে এখন এই স্মার্টফোনের দাম নিশ্চিত করা না হলেও, ফিচার দেখে আমাদের অনুমান Poco M7 Plus ভারতে ১৫,০০০ টাকার কম মূল্যে লঞ্চ হবে।
তুলনার খাতিরে জানিয়ে রাখি, গত বছর আগস্টে লঞ্চ হয়েছিল Poco M6 Plus, যার ভারতে দাম শুরু হয়েছিল ১৩,৪৯৯ টাকা থেকে। এতে ছিল স্ন্যাপড্রাগন ৪ জেন ২ এই চিপসেট, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৯ ইঞ্চি ডিসপ্লে, ও ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.