আপনি যদি ফটোগ্রাফির জন্য OIS ক্যামেরাযুক্ত ফোন খুঁজে থাকেন এবং বাজেট যদি কম হয় তাহলে POCO M7 Pro কিনতে পারেন। এটি ভারতে Poco এর সবচেয়ে সস্তা স্মার্টফোন, যেখানে OIS সক্ষম ক্যামেরা সেটআপ উপস্থিত। এতে Sony LYT 600 সেন্সর সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারে। আপনি ফোনটি এখন ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সাথে কিনতে পারবেন। আসুন POCO M7 Pro এর দাম এবং এর ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
POCO M7 Pro এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম
পোকো M7 প্রো এর 6 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা এবং 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা। ডিভাইসটি অ্যামাজন এবং ফ্লিপকার্ট উভয় প্ল্যাটফর্মে ব্যাঙ্ক অফার সহ উপলব্ধ। এর সাথে এক্সচেঞ্জ অফারের সুবিধাও রয়েছে। ডিভাইসটি ল্যাভেন্ডার ফ্রস্ট, লুনার ডাস্ট এবং অলিভ টোয়াইলাইট কালারে কেনা যাবে।
পোকো M7 প্রো এর বিশেষ বিশেষ ফিচার
পোকো M7 প্রো ডিভাইসের সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন আছে যার রেজোলিউশন 2400×1080 পিক্সেল। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 2100 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে ডলবি ভিশন এবং এইচডিআর ১০+ সাপোর্ট সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে আছে IMG BXM-8-256 জিপিইউ। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ওআইএস সাপোর্ট সহ 50-মেগাপিক্সেল Sony LYT 600 প্রাইমারি সেন্সর উপস্থিত। সাথে আছে 2-মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ফোনে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5110mAh ব্যাটারি দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি ডুয়েল সিম, 5G (এসএ + এনএসএ), 4G এলটিই, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.3 এবং জিপিএস সাপোর্ট সহ এসেছে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং IP54 রেটিং পাওয়া যাবে।