Poco M8 5G আসছে 3D কার্ভড ডিসপ্লের সাথে, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ পাবেন লম্বা Android আপডেট

Poco এবার M সিরিজের নতুন ফোন আনতে চলেছে। Poco M8 5G খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও সামনে না এলেও, কোম্পানির তরফে নিয়মিত ডিভাইসটির গুরুত্বপূর্ণ তথ্য টিজ করতে দেখা যাচ্ছে। গতকাল একটি টিজারে স্মার্টফোনটির ডিসপ্লে থেকে শুরু করে প্রসেসর, সফটওয়্যার আপডেট সহ বিভিন্ন তথ্য জানা গেছে।

3D কার্ভড ডিসপ্লে, ব্রাইটনেস

কোম্পানির টিজার পোস্টার থেকে জানা গেছে Poco M8 5G ফোনে পাওয়া যাবে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভড ডিসপ্লে। এর রেজোলিউশন ২৩৯২ x ১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। স্ক্রিনের পিক ব্রাইটনেস হবে ৩২০০ নিটস পর্যন্ত। সঙ্গে থাকবে ডিসিআই-পি৩ কালার গ্যামাটের ১০০ শতাংশ কভারেজ এবং ওয়েট টাচ ২.০ সাপোর্ট।

স্ন্যাপড্রাগন প্রসেসর দেবে দুর্দান্ত পারফরম্যান্স

পোকো এম৮ ৫জি হ্যান্ডসেটে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট। পোকো জানিয়েছে, এর AnTuTu স্কোর ৮,২৫,০০০ এরও বেশি। আগের পোকো এম৭ ৫জি এর তুলনায় পারফরম্যান্স প্রায় ৮৩ শতাংশ উন্নত হবে বলে দাবি করা হয়েছে। এতে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‌্যাম সাপোর্ট থাকবে, যেখানে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম পাওয়া যাবে।

HyperOS 2 সহ দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট পাবেন

Poco M8 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২ কাস্টম স্কিনে চলবে। এতে চার বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছর সিকিউরিটি প্যাচ আসবে। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার ওএস ৩ আপডেটও নাকি খুব দ্রুত আসবে।

বডি ও ক্যামেরা

ফোনটি মাত্র ৭.৩৫মিমি পুরু হবে এবং ওজন হবে ১৭৮ গ্রাম। এটি আইপি৬৬ রেটিং সহ আসবে, সঙ্গে থাকবে SGS MIL-STD-810 সার্টিফিকেশন। অর্থাৎ হালকা ধুলো বা জল লাগলেও সমস্যা হবে না। ক্যামেরা বিভাগে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা। পিছনে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল, ভেতরে দুইটি সেন্সর ও LED ফ্ল্যাশ দেওয়া হবে।