Poco M8 Pro 5G শক্তিশালী ব্যাটারি ও ফ্ল্যাগশিপ ফিচার সহ লঞ্চ হল

বৃহস্পতিবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Poco M8 Pro 5G। একই সঙ্গে আত্মপ্রকাশ ঘটেছে Poco M8 5G মডেলের। এর মধ্যে Poco M8 5G ইতিমধ্যেই ভারতে এসেছে, তবে Pro ভ্যারিয়েন্টটি এখনও ভারতীয় বাজারে আসেনি। Poco এখনো পরিষ্কার করে জানায়নি যে ভবিষ্যতে এই মডেল ভারতে আসবে কি না। তাই আপাতত ভারতীয় ইউজারদের মডেলটির জন্য অপেক্ষা করতে হবে। আসুন Poco M8 Pro 5G এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Poco M8 Pro 5G এর দাম ও সেল অফার
Poco M8 Pro 5G এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ২৯৯ ডলার থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬,৯০০ টাকা। আর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ অপশনের দাম ৩৫৯ ডলার, অর্থাৎ প্রায় ৩২,৩০০ টাকা।
শুরুর দিকে যারা পোকো এম৮ প্রো কিনতে চান, তাদের জন্য রয়েছে লঞ্চ অফার। এই অফারে ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ২৭৯ ডলারে (প্রায় ২৫,১০০ টাকা) এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্ট ৩৩৯ ডলারে (প্রায় ৩০,৫০০ টাকা) কেনা যাবে।
Poco M8 Pro 5G এর ডিসপ্লে ও পারফরম্যান্স
Poco M8 Pro 5G মডেলের সামনে দেখা যাবে বড় ৬.৮৩ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। যার রেজোলিউশন ১২৮০ x ২৭৭২ পিক্সেল, ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস সর্বোচ্চ ৩,২০০ নিটস পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে গরিলা গ্লাস ভিক্টাস ২।
পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য ডিভাইসটির পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল Light Fusion 800 সেন্সর, সঙ্গে ওআইএস সাপোর্ট। আল্ট্রাওয়াইড শটের জন্য মিলবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অডিওর ক্ষেত্রে এতে স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমোস এবং হাই-রেস অডিও সাপোর্ট রয়েছে।
ব্যাটারি, চার্জিং ও অন্যান্য ফিচার
Poco M8 Pro 5G মডেলে দেওয়া হয়েছে বিশাল বড় ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা সাপোর্ট করে ১০০ ওয়্যার্ড ফাস্ট চার্জিং। পাশাপাশি আছে ২২.৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং।
হ্যান্ডসেটটির কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও AI ফেস ফিচার আনলক দেওয়া হয়েছে। এছাড়া ফোনটি IP66, IP69 এবং IP69K রেটিং সহ এসেছে।

