মোবাইল

বন্ধ হয়ে গেল গ্লোবাল Poco ওয়েবসাইট, আর পাওয়া যাবে না পোকো ফোন?

Published on:

Poco shuts down global website redirect to Xiaomi indian website still working

পোকো আগামী সপ্তাহে ভারতের বাজারে Poco X7 5G সিরিজ লঞ্চ করবে। তবে নতুন স্মার্টফোন লঞ্চের আগে পোকোর তরফ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে সংস্থাটি তাদের গ্লোবাল ওয়েবসাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্দেশ্যে শাওমির ওয়েবসাইটে নিজেদের প্রোডাক্ট ট্রান্সফার করতে শুরু করেছে পোকো। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সংস্থাটি জানিয়েছিল যে, ভবিষ্যতে এই ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হবে।

সেই মতো এখন নতুন বছরের শুরুতেই বিশ্বের অনেক দেশে পোকো তাদের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। পোকোর নতুন ফোন পেতে চাইলে এখন শাওমির ওয়েবসাইটে (Mi.com) ভিজিট করতে হবে। ক্রেতাদের জন্য শাওমির ওয়েবসাইটে নতুন একটি ডেডিকেটেড সেকশনও তৈরি করেছে পোকো।

WhatsApp Community Join Now

ইতিমধ্যেই কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটটি ইউরোপের অনেক বাজারে কাজ করা বন্ধ করে দিয়েছে। যদিও অনেক জায়গায় ওয়েবসাইটটি এখনও চালু আছে, তবে আশা করা যায় শীঘ্রই ওগুলি বন্ধ হয়ে যাবে। যদি আমরা ভারতের কথা বলি, এদেশে পোকোর ওয়েবসাইটটি এখনও লাইভ আছে এবং লেটেস্ট ডিভাইসগুলিও এখানে দেখা যাচ্ছে। আর শাওমির গ্লোবাল ওয়েবসাইটে পোকো প্রোডাক্টের জন্য একটি ডেডিকেটেড বিভাগ থাকলেও, ভারতীয় ওয়েবসাইটে দেখা যাইনি। তাই ভারতীয় পোকো ওয়েবসাইট বন্ধ হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

ভারতে লঞ্চ হতে চলেছে Poco X7 5G

আগামী 9 জানুয়ারি ভারতীয় স্মার্টফোনের বাজারে Poco X7 Pro 5G লঞ্চ হতে চলেছে। মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ সেগমেন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী এটি 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে পাওয়া যাবে। এই ডিভাইসে এআই টেম্পারেচার কন্ট্রোল ফিচারও দেওয়া হতে পারে। পারফরম্যান্সের জন্য এই ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল ক্যামেরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন