মোবাইল

জবরদস্ত ফিচার সহ Poco X7 5G ও Poco X7 Pro ভারতে লঞ্চ হল, 6550mAh ব্যাটারি সহ রয়েছে 50MP ক্যামেরা

Published on:

poco-x7-pro-5g-poco-x7-launched-in-india-with-50-megapixel-camera-mediatek-dimensity-processor-price-specifications

পোকো ইন্ডিয়া আজ ভারতে Poco X7 5G সিরিজ লঞ্চ করল। এই সিরিজের অধীনে দুটি ডিভাইস আছে Poco X7 5G ও Poco X7 Pro 5G। এগুলি শাওমি হাইপারওএস 2.0 কাস্টম স্কিনে চলে। আর পোকো X7 5G মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা প্রসেসর সহ এসেছে, আবার পোকো X7 প্রো 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে। দুটি ডিভাইসেই পাওয়া যাবে 50 মেগাপিক্সেল ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে এবং শক্তিশালী চিপসেট। ফোন দুটিতে এআই চালিত ফিচার এবং বড় ব্যাটারিও রয়েছে। আসুন Poco X7 5G ও Poco X7 Pro 5G দাম, সেলের তারিখ, অফার এবং ফিচার দেখে নেওয়া যাক।

Poco X7 5G ও Poco X7 Pro 5G এর দাম ও সেলের তারিখ

পোকো X7 প্রো 5G এর 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা এবং 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 26,999 টাকা। অন্যদিকে, পোকো X7 5G এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের জন্য 19,999 টাকা এবং 8 জিবি + 256 জিবি কনফিগারেশনের দাম 21,999 টাকা। 17 জানুয়ারি দুপুর 12টায় ফ্লিপকার্ট থেকে এই দুটি ফোন কেনা যাবে। সেলে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 2000 টাকা ছাড় দেওয়া হবে।

WhatsApp Community Join Now

Poco X7 Pro 5G স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য

পোকো X7 প্রো 5G ফোনে 6.73-ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 3,200 নিটস পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লে গরিলা গ্লাস 7i দ্বারা সুরক্ষিত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট দেওয়া হয়েছে, যার সাথে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এনএফসি সহ এসেছে।

ক্যামেরার কথা বললে, পোকো X7 প্রো 5G হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,550mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পোকো X7 প্রো 5G গ্রিন, ব্ল্যাক এবং ইয়েলো (ভেগান লেদার) কালার ভ্যারিয়েন্টে এসেছে।

Poco X7 5G স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য

পোকো X7 5G ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2। ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান – ওআইএস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। এর সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

ডিভাইসটি ডাইমেনসিটি 7300 আল্ট্রা চিপসেটে চলে, যার সাথে 8 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ যুক্ত আছে। এই ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পোকো X7 5G সিলভার, গ্রিন এবং ইয়েলো (ভেগান লেদার) কালারে উপলব্ধ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন