মোবাইল

বছরের শুরুতেই দারুণ উপহার, স্মার্টফোন জগতের নতুন চমক Poco X7 Pro আয়রন ম্যান এডিশন

Published on:

Poco X7 pro iron man edition officially revealed ahead of January 9 launch

POCO X7 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 9 জানুয়ারী ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে এই বিষয়ে নিশ্চিত করেছে। এই লাইনআপে ভারতে দুটি ফোন আসবে – POCO X7 এবং POCO X7 Pro। আবার সংস্থা এই সিরিজে আরেকটি অর্থাৎ তৃতীয় ফোনের আগমন নিশ্চিত করেছে। যার নাম POCO X7 Pro Iron Man এডিশন৷ নাম শুনেই বোঝা যাচ্ছে, স্পেশাল এডিশন ফোনটিতে আয়রন ম্যানের থিম থাকবে।

তবে, POCO X7 Pro আয়রন ম্যান এডিশন লঞ্চ হবে থাইল্যান্ডের একটি ইভেন্টে, যার অর্থ এটি ভারতে অবিলম্বে উপলব্ধ হবে না। পোকোর থাইল্যান্ড শাখার ফেসবুক পোস্ট অনুসারে, স্মার্টফোনটি মার্ভেলের সাথে ব্র্যান্ডের পার্টনারশিপের একটি অংশ। টিজারে ফোনের ডিজাইন প্রকাশ হয়েছে।

WhatsApp Community Join Now

পিছনে সোনার পোকো লোগো এবং মাঝখানে আয়রন ম্যানের হেলমেট রয়েছে। সুপারহিরোর চরিত্রের সঙ্গে মিল রেখে লাল রঙের ব্যাক প্যানেলে আয়রন ম্যানের পোশাক এবং নীচে মার্ভেল এবং অ্যাভেঞ্জার্সের লোগো দ্বারা অনুপ্রাণিত বিভিন্ন শেড রয়েছে। এছাড়াও, পোকো এক্স7 প্রো-র স্পেশাল এডিশনে আয়রন ম্যান-অনুপ্রাণিত থিম, আইকন এবং ওয়ালপেপার থাকছে। স্ট্যান্ডার্ড মডেলের মতোই স্পেসিফিকেশন মিলবে এতে।

পোকো এক্স7 প্রো আয়রন ম্যান এডিশনে শক্তিশালী MediaTek Dimensity 8400 Ultra প্রসেসর দেখা যাবে। ফোনটি HyperOS 2 সফটওয়্যারে চলবে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 90W চার্জিং বৈশিষ্ট্য থাকবে ফোনে। উল্লেখ্য, POCO X7 বেস ভ্যারিয়েন্ট মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপের সাথে আসার কথা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন