মোবাইল

আয়রন ম্যানের ফ্যান? আপনার জন্য এল Poco X7 Pro Iron Man Special Edition, কয়েকজন কিনতে পারবেন

Published on:

Poco X7 Pro Iron Man Special Edition launched global market price specifications

পোকো গতকাল ভারত এবং বিশ্ব বাজারে Poco X7 এবং Poco X7 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এর পাশাপাশি সংস্থাটি গ্লোবাল মার্কেটে প্রো মডেলের একটি বিশেষ ভার্সন Poco X7 Pro Iron Man Special Edition লঞ্চ করেছে। ফোনটির ব্যাক প্যানেলে আয়রন ম্যান এডিশনের ডিজাইন দেখা যাবে। তবে স্পেসিফিকেশন রেগুলার মডেলের মতোই‌। গ্রাফিক্সের এটি বেশ স্টাইলিশ এবং সুন্দর লুক প্রদান করবে।

উল্লেখ্য, পোকো গত বছর মার্ভেলের সাথে অংশীদারিত্ব করে Poco F6 Deadpool Limited Edition লঞ্চ করেছিল। তবে এটি কেবল ভারতীয় বাজারে পাওয়া যায়। ফলে গ্লোবাল মার্কেটে মার্ভেলের সাথে পোকোর এটি প্রথম ফোন।

WhatsApp Community Join Now

Poco X7 Pro Iron Man Special Edition এর বিশেষ ফিচার

ফোনের পিছনে আয়রন ম্যানের আর্ক রিঅ্যাক্টর রয়েছে এবং এতে একটি লাল পাওয়ার বাটনও দেওয়া হয়েছে। এর সাথে নতুন ধরনের কেস পাওয়া যাবে। তবে কেসটি স্বচ্ছ হওয়ায় ডিভাইসের ডিজাইন দৃশ্যমান থাকবে। এবং এই কেসে টনি স্টার্কের স্বাক্ষর রয়েছে। বিশেষ এডিশনে কাস্টম ইউআইও পাওয়া যাবে। আবার এর সাথে লাল চার্জিং কেবল এবং একটি অনন্য ইজেক্টর টুল দেওয়া হবে

Poco X7 Pro Iron Man Special Edition এর দাম

বর্তমানে, এটি বিশ্ব বাজারে বিক্রির জন্য উপলব্ধ। পোকো X7 প্রো আয়রন ম্যান লিমিটেড এডিশনের 12 জিবি + 512 জিবি মডেলের দাম 399 মার্কিন ডলার (প্রায় 34,255 টাকা), তবে এটি বর্তমানে 369 মার্কিন ডলার (প্রায় 31,680 টাকা) মূল্যে কেনা যায়। আজ থেকে এর সেল শুরু হবে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, এর সীমিত সংখ্যক ইউনিট পাওয়া যাবে। তবে এটি ভারতে লঞ্চ হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এক নজরে দেখে নেওয়া যাক Poco X7 Pro ফোনের ফিচারগুলি

ভারতে, পোকো X7 প্রো এর 8 জিবি +256 জিবি ভ্যারিয়েন্টের দাম 26,999 টাকা, এবং 12 জিবি +256 জিবি ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্রেতারা 2,000 টাকা ছাড় পাবেন। আবার প্রথম সেলে ক্রেতারা অতিরিক্ত 1,000 টাকার কুপন ডিসকাউন্ট পাবেন।

এই ফোনে 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 3000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন অফার করে। প্রো ভ্যারিয়েন্টে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট এবং অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক শাওমি HyperOS 2 কাস্টম স্কিন।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS, EIS সহ 50-মেগাপিক্সেল Sony LTY-600 সেন্সর এবং 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য, এতে 20-মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

এতে ডলবি অ্যাটমস সহ ডুয়াল স্টেরিও স্পিকার, ইনফ্রারেড সেন্সর, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি 66, আইপি 68, আইপি 69 রেটিং আছে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6550mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার দাবি, ফোনটি 0 থেকে 100 শতাংশ চার্জ হতে সময় লাগে 47 মিনিট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন