Poco X7 First Sale: পোকো সম্প্রতি ভারতে X7 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে, কোম্পানি দুটি স্মার্টফোন এনেছে – Poco X7 এবং Poco X7 Pro। আজ প্রথমবার ভারতে Poco X7 সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। আজ দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে শুরু হবে Poco X7 এর সেল। ফিচারের কথা বললে এতে মিডিয়াটেক চিপসেট, দ্রুত চার্জিং সাপোর্ট সহ বড় ব্যাটারি, 1.5K অ্যামোলেড ডিসপ্লে এবং ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত।
Poco X7 এর দাম এবং সেল অফার
পোকো এক্স৭ ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ভারতে পোকো এক্স৭ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি মডেলের দাম ২১,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এটি ইয়েলো, কসমিক সিলভার ও গ্লেসিয়ার গ্রিন কালারে পাওয়া যাবে। প্রথম সেলে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
Poco X7 কেনার পাঁচ কারণ
ডিসপ্লে: পোকোর নতুন ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩০০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে আছে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২। চোখের সুরক্ষার জন্য এতে অতিরিক্ত সার্টিফিকেশন রয়েছে।
প্রসেসর: পোকো এক্স৭ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্ট্রা প্রসেসর এবং মালি-জি৬১৫ এমসি ২ জিপিইউ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি LPDDR4X র্যাম এবং ১২৮ জিবি বা ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি তিন বছরের ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ পাবে।
ক্যামেরা: এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। যেখানে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি -৬০০ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: এই পোকো ডিভাইসে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা প্রায় ২ দিন ধরে চলতে পারে।
IP66, IP68 এবং IP69 রেটিং: পোকো এক্স৭ ধুলো এবং জল প্রতিরোধী IP66, IP68 এবং IP69 রেটিং সহ এসেছে। ফলে জলে পড়লেও ফোনের কোনো ক্ষতি হবে না।