মোবাইল

লঞ্চের আগেই ফাঁস Poco X7 ও X7 Pro ফোনের দাম, কিনতে কত খরচ হবে দেখুন

Published on:

Poco X7 X7 pro pricing leaked ahead of global launch on January 9

চীন থেকে নজর ঘুরিয়ে Poco এখন গ্লোবাল মার্কেটে একগুচ্ছ নতুন ফোন লঞ্চের তোড়জোড় শুরু করেছে। Poco F7 নিয়ে চর্চা চললেও এই সিরিজের কোনও অফিসিয়াল আপডেট সেভাবে সামনে আসেনি। তবে আগামী 9 জানুয়ারী Poco X7 এবং X7 Pro আনুষ্ঠানিক লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। ফোন দুটির সম্পর্কে অনেক ইতিমধ্যেই অনেক তথ্য প্রকাশ হয়েছে। আর এখন, Poco X7 সিরিজের দাম ফাঁস হয়েছে।

Poco X7 ও X7 Pro-এর দাম ফাঁস হল7 Pro-এর দাম ফাঁস হল

টিপস্টার সুধাংশু আম্ভোরের দাবি, পোকো এক্স7 দুটি মেমরি কনফিগারেশনে আসবে। প্রথমটি হল 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, যার দাম হবে 299 ইউরো। এটি ভারতীয় মুদ্রায় প্রায় 26,400 টাকা। আবার 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ যুক্ত মডেলটি কিনতে খরচ হবে 349 ইউরো (প্রায় 30,853 টাকা)।

WhatsApp Community Join Now

অন্যদিকে, পোকো এক্স7 প্রো তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে – 8 জিবি + 256 জিবি (369 ইউরো বা 32,600 টাকা, 12 জিবি + 256 জিবি (399 ইউরো বা 35,200 টাকা), এবং 12 জিবি + 512 জিবি (429 ইউরো বা 37,900 টাকা)। উল্লেখ্য, ভারতে এগুলির দাম কত হবে তা এখনও অস্পষ্ট। তবে অনেকটা কম হবে বলেই আশা করা যায়।

অবগতির জন্য জানিয়ে রাখি, Poco X7 Pro সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Turbo 4 এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে এবং এতে Dimensity 8400 Ultra প্রসেসর থাকবে। LPDDR5x র‍্যাম এবং UFS 4.0 স্টোরেজ হাই পারফরম্যান্স নিশ্চিত করবে। অন্যদিকে, Poco X7 মডেলটি মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 আল্ট্রা প্রসেসর LPDDR4X র‍্যাম এবং UFS 2.2 স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন