প্রায় প্রতিদিন বাজারে কোনো না কোনো স্মার্টফোন লঞ্চ হচ্ছে। আর এই ধারা যে চলতেই থাকবে তা সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে। আসলে গতকাল Poco, Vivo এবং iQOO-র কয়েকটি নতুন ফোন কে ইউরোপের ইউরেশিয়ান ইকোনমিক কমিশন বা EEC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। যদিও সার্টিফিকেশন সাইট থেকে ডিভাইসগুলির নাম জানা যায়নি। তবে আগের রিপোর্ট বিশ্বাস করলে পোকোর মডেলটির নাম রাখা হবে Poco X8 Pro।
উল্লেখ্য, XiaomiTime কিছুদিন আগেই তাদের প্রতিবেদনে জানিয়েছিল যে, Redmi-এর একটি নতুন ফোন কে ‘2511FRT34C’ মডেল নম্বর সহ IMEI ডেটাবেসে দেখা গেছে। আর এটা Redmi Turbo 5 নামে কেবল চীনের বাজারে লঞ্চ হবে। পাশাপাশি Poco ব্র্যান্ডেরও দুটি নতুন স্মার্টফোন, 2511FPC34G (গ্লোবাল ভার্সন) এবং 2511FPC34I (ভারতীয় ভার্সন) মডেল নম্বর সহ IMEI ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। এই দুই ভার্সন আসলে Poco X8 Pro মডেলের।
সেই একই মডেল নম্বর সহ গ্লোবাল ভার্সনটি এখন EEC সাইটে তালিকাভুক্ত হয়েছে। ফলে নাম নিয়ে বিতর্ক থাকার কোনো সম্ভাবনাই নেই। যদিও Redmi ও iQOO-র ডিভাইস দুটির নাম এখনও অজানা। আশা করা যায় অন্যান্য সার্টিফিকেশন সাইট থেকে শীঘ্রই এদের নাম সামনে আসবে।
রিপোর্ট অনুযায়ী, Poco X8 Pro ডিভাইসটি Redmi Turbo 5-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে, যার রেজোলিউশন হতে পারে ১.৫কে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা চিপসেট। ফোনটি হালকা ও পাতলা ডিজাইন এবং মেটাল ফ্রেম সহ আসবে। তবে ক্যামেরা বা ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানা যায়নি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.