Samsung Galaxy A17 5G শক্তিশালী ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম কত

স্যামসাং আজ ইউরোপের নির্বাচিত কয়েকটি বাজারে A-সিরিজে নতুন ফোন হিসেবে Samsung Galaxy A17 5G লঞ্চ করেছে। এটি Galaxy A16 5G-এর উত্তরসূরি হিসেবে এসেছে। নয়া মডেলে বেশকিছু আপগ্রেড দেখা যাবে। নতুন এই স্মার্টফোনে আছে এক্সিনস ১৩৩০ চিপসেট, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিন, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা। আসুন Samsung Galaxy A17 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A17 5G এর দাম ও উপলব্ধতা

ইউরোপে Galaxy A17 5G-এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৩৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪,০০০ টাকা। এর ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও পাওয়া যাবে, যদিও এর দাম জানা যায়নি। এটি ব্ল্যাক, ব্লু ও গ্রে কালার অপশনে এসেছে।

স্যামসাং এখনও এর সেলের তারিখ ঘোষণা করেনি। এমনকি ভারতে গ্যালাক্সি এ১৭ ৫জি কবে লঞ্চ হবে তাও এখনও নিশ্চিত করা হয়নি। তবে আমাদের অনুমান চলতি মাসের শেষের দিকে ফোনটি ভারতে আসতে পারে।

Samsung Galaxy A17 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy A17 5G এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার সেটআপ উপস্থিত। যেখানে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে Samsung Galaxy A17 5G স্মার্টফোনে পাওয়া যাবে IP54 রেটিং। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়েল সিম (ন্যানো + ন্যানো) সাপোর্ট, ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩ ও ইউএসবি টাইপ সি পোর্ট।