বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল বেছে নিতে সমস্যায় পড়ছেন কেউ কেউ। কারণ প্রত্যেক ক্রেতার চাহিদা আলাদা। কেউ ক্যামেরা ভালবাসে, তো কেউ গেম খেলার জন্য শক্তিশালী প্রসেসর বা ভাল মানের ব্যাটারি চাইছেন। তাই আজ বাজেটের মধ্যে এমন কিছু 5G ফোনের সন্ধান রইল, যেগুলো আপনার মন জোগাতে পারে।
Realme 13+
নতুন প্রজন্মের মধ্যে, রিয়েলমি প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে। সংস্থার এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট, যা ফিজিক্যাল র্যামের পাশাপাশি ডায়নামিক র্যাম সমর্থন করে। মিলবে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, যা সামগ্রিক দক্ষতা এবং সেরা মাল্টিটাস্কিং অভিজ্ঞতা প্রদান করে। দাম ১৪,৯৫৯ টাকা।
Vivo T4x
ভিভোর এই ফোনে বিশাল ৬৪০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও পাওয়া যাবে প্রিমিয়াম ডিজাইন এবং মসৃণ ম্যাট ফিনিশ। এই ফোনের ক্যামেরা এআই নির্ভর ৫০ মেগাপিক্সেল। আছে আইপি৬৪ রেটিং। দাম ১৩,৯৯৯ টাকা।
Moto G54
এই দামের মধ্যে মোটোরোলার এই সাশ্রয়ী স্মার্টফোনটি অসাধারণ বিকল্প। যারা একটি বিশ্বস্ত এবং অলরাউন্ডার স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এটি কাজে আসতে পারে। যদিও এর ক্যামেরা আহমরি নয়। তবে, এতে রয়েছে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ এবং উচ্চ-রেজোলিউশন ডিসপ্লে। দাম ১৩,৭২৪ টাকা।
Infinix Note 50x
শক্তিশালী ফিচার্স সমৃদ্ধ, ইনফিনিক্স নোট ৫০এক্স এমন একটি মিড-রেঞ্জ স্মার্টফোন, যেখানে যা যা সুবিধা থাকা উচিত তার সবই রয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আলটিমেট প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম পাওয়া যাবে এই মডেলে, সঙ্গে রয়েছে দুর্দান্ত ক্যামেরা। এই ফোনের দাম ১১,৪৯৯ টাকা।
CMF Phone 1
এই স্মার্টফোনটিও বাজেটের মধ্যে উল্লেখযোগ্য স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য প্রদান করে। রয়েছে অদলবদলযোগ্য রিয়ার প্যানেল এবং আইপি৬৫ রেটিং বৈশিষ্ট্য যা আজকাল দেখা যায় না। শুধুমাত্র দৈনন্দিন কাজের জন্যই নয়, এই স্মার্টফোনটি ব্যতিক্রমী গেমিং পারফরম্যান্সও প্রদান করে। দাম ১৩,৫৮৭ টাকা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.