সুমন পাত্র, কলকাতা: Realme 14 Pro 5G এবং Realme 14 Pro+ 5G বিশ্বব্যাপী লঞ্চ করার পর, এবার সিরিজের বেস মডেল নিয়ে হাজির হল রিয়েলমি। নতুন Realme 14 5G-এর বড় আকর্ষণ হল বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি। অন্যান্য বৈশিষ্ট্যের IP69 ওয়াটার রেজিট্যান্স, লেটেস্ট Android 15 অপারেটিং সিস্টেম, Pro-XDR ডিসপ্লে, ভেপার চেম্বার কুলিং সিস্টেম উল্লেখযোগ্য। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Realme 14 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স
রিয়েলমি ১৪ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০০০ নিট পিক ব্রাইটনেস এবং AI আই প্রোটেকশন সমর্থন করে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর এবং অ্যাড্রেনো ৮১০ জিপিইউ রয়েছে। ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ।
রিয়েলমি ১৪ ৫জি-এর অভ্যন্তরে ৬০৫০ স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার সহ অ্যারোস্পেস কুলিং সিস্টেম আছে। সফটওয়্যারের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড ১৫-এর উপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৬ কাস্টম স্কিনে রান করে এই স্মার্টফোন। এটি দুটি অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবে বলে নিশ্চিত করা হয়েছে।
Realme 14 5G-এর ব্যাক প্যানেলে সনির ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ একটি সেকেন্ডারি ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। সামনের দিকে, এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। ক্যামেরা মডিউলে একটি হ্যালো লাইট রয়েছে। ফোনটির ৬,০০০ এমএএইচ ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এটি বাইপাস চার্জিং সাপোর্টের সাথে আসে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপও রয়েছে।
Realme 14 5G: দাম
রিয়েলমি ১৪ ৫জি থাইল্যান্ডে লঞ্চ হয়েছে। বেস ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ১৩,৯০০ টিবিএইচ, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫, ২০০ টাকা। স্মার্টফোনটি মেকা সিলভার, স্টর্ম টাইটানিয়াম এবং ওয়ারিয়র পিঙ্ক কালার অপশনে পাওয়া যাচ্ছে। এটি ভারতে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।।