Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে ফোনগুলি গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হয়েছে। এবার Realme 14 সিরিজ বিশ্ববাজারে আনার জন্য প্রস্তুতি শুরু করেছে কোম্পানি। ইতিমধ্যেই Realme 14 5G-এর ফার্স্ট লুক আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে। আর এখন রিয়েলমি স্মার্টফোনটির প্রসেসর ও ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করেছে।
Realme 14 5G ফোনের প্রসেসর ও ব্যাটারি
রিয়েলমি ঘোষণা করেছে যে Realme 14 5G ফোনে Snapdragon 6 Gen 4 চিপসেট থাকবে, যা একে উক্ত চিপসেট যুক্ত বিশ্বের প্রথম হ্যান্ডসেটের দাবিদার করে তুলেছে। কোম্পানি আরও জানিয়েছে, প্রসেসরটি AnTuTu বেঞ্চমার্কে ৮ লক্ষের বেশি পয়েন্ট স্কোর করেছে। ডিভাইসটিতে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা গোটা দিন চালানোর জন্য পাওয়ার সরবরাহ করবে।
অফিসিয়াল টিজার পোস্টারে সিলভার কালারের এই ফোনটির ডিজাইন প্রদর্শন করেছে কোম্পানি। ব্যাক প্যানেলের আয়তাকার মডিউলে ডুয়াল-ক্যামেরা সেন্সর, এলইডি ফ্ল্যাশ ও একটি অতিরিক্ত কাটআউট রয়েছে। ডানদিকের পাওয়ার বাটনে কমলা অ্যাকসেন্ট থাকার ফলে লুকস আরও স্টাইলিশ লাগছে। উল্লেখ্য, Realme 14 5G রিব্র্যান্ডেড Realme Neo 7x 5G হতে পারে, কারণ উভয় ফোনে একই মডেল নম্বর RMX5071 রয়েছে।
জল্পনা সত্যি হলে, রিয়েলমির আসন্ন এই ফোনে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি প্লাস রেজোলিউশন, ৫০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ, একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68/IP69 রেটিং, স্টেরিও স্পিকার এবং অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত থাকতে পারে।