ভারতে লঞ্চের আগেই ফাঁস হল Realme 14 Pro Litre স্মার্টফোনের দাম ও সমস্ত ফিচার্স

Realme 14 Pro সিরিজ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হতে চলছে। Realme 14 Pro, 14 Pro+, এবং Realme 14x ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আবার এই লাইনআপে একটি Ultra ব্র্যান্ডেড স্মার্টফোন থাকতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। তবে আরও একটি মডেল প্রকাশ্যে এসেছে, যার নাম Realme 14 Pro Lite। গতকাল এক আনবক্সিং ভিডিয়ো ফাঁস হয়ে ফোনটির ভারতীয় বাজারে লঞ্চ নিশ্চিত করেছে। আর এখন ডিভাইসটির দাম ও সেলের তারিখ অনলাইনে লিক হয়ে গিয়েছে।

ভারতে Realme 14 Pro Lite-এর দাম

৯১ মোবাইলস হিন্দির প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, রিয়েলমি ১৪ প্রো লাইট ভারতের বাজারে দুটি স্টোরেজ কনফিগারেশনে আসবে – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ভেরিয়েন্ট দুটির দাম হবে যথাক্রমে ২৪,৯৯৯ টাকা ও ২৯,৯৯৯ টাকা। উল্লেখ্য, রিয়েলমি ১৪ প্রো এবং ১৭ প্রো+ এর মূল্য ভারতে যথাক্রমে ২৪,৯৯৯ টাকা ও ২৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভারতে অফলাইন স্টোরের মাধ্যমে রিয়েলমি ১৪ প্রো লাইটের বিক্রি ২৮ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ মাসের শেষ দিনে শুরু হবে। তবে, সংস্থা এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। ফাঁস হওয়া প্রোমোশনাল ইমেজ অনুযায়ী, ব্র্যান্ডটি ৪ঠা মার্চের আগে বিক্রিত ফোনের জন্য ৬ মাসের বর্ধিত ওয়ারেন্টি অফার করবে। এছাড়াও, ক্রেতারা বিনামূল্যে ১,৯৯৯ টাকা মূল্যের একটি রিয়েলমি ল্যাপটপ ব্যাকপ্যাকও পাবেন।

Realme 14 Pro Lite: স্পেসিফিকেশন

রিয়েলমির এই স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ২ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি ৬০০ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল সেন্সর, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫,২০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট চার্জিং, অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিন থাকতে পারে।