ভারতে লঞ্চ হল Realme 14 Pro+ এর নতুন ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট তাদের জন্য সেরা যারা মাল্টিটাস্ক করে এবং ফোন প্রচুর ফটো এবং ভিডিও মজুত রাখে। আসলে Realme 14 Pro+ এর নতুন ভ্যারিয়েন্টে ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি আছে এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP69, IP68 এবং IP66 রেটিং উপস্থিত। আবার এই ১৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা গেলে ডিভাইসটির ব্যাক প্যানেলের রঙ বদলাবে।
রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি এর নতুন ১২ জিবি র্যাম + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। তবে শুরুতে ৩,০০০ টাকা ছাড়ে এটি ৩৪,৯৯৯ টাকায় বিক্রি হবে। ফোনটির প্রথম সেল ৬ মার্চ, ২০২৫ থেকে realme.com, ফ্লিপকার্টের মাধ্যমে শুরু হবে। নতুন ভ্যারিয়েন্টটি দুটি রঙে পাওয়া যাবে: পার্ল হোয়াইট এবং সুয়েড গ্রে।
এর আগে রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি এর বেস ৮ জিবি র্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ২৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩১,৯৯৯ টাকায় পাওয়া যায়।
স্টোরেজ ছাড়া Realme 14 Pro+ 5G এর নতুন ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনে কোনো বদল আনা হয়নি। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৫০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৮৩ ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে আছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে। এই ফোনে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট দেওয়া হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে, Realme 14 Pro+ 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX896 প্রাথমিক সেন্সর, ৮ মেগাপিক্সেল Sony IMX896 আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং ৫০ মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ ক্যামেরা রয়েছে, যা ওআইএসের সাথে ৩এক্স অপটিক্যাল জুম এবং ৬এক্স লসলেস জুম সাপোর্ট করে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এদিকে আইপি৬৬+আইপি৬৮+আইপি৬৯ রেটিং সহ আসা ফোনটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পেয়েছে। বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। এই ডিভাইসে ৬০০০ এমএএইচ টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.