আপনি যদি মিড রেঞ্জে দুর্দান্ত স্পেসিফিকেশনের কোনো স্মার্টফোন খোঁজ করে থাকেন, তাহলে Realme 14 Pro+ 5G কিনতে পারেন। আগামীকাল শেষ হতে চলা ফ্লিপকার্ট ওএমজি সেলে এটি বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্ট ৭,০০০ টাকা কমে কেনা যাবে। এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ ৫জি প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Realme 14 Pro+ 5G এর ভারতে দাম ও ফ্লিপকার্ট সেলে অফার
রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বর্তমানে ফ্লিপকার্টে ৩৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। যেখানে এর আসল দাম ৩৭,৯৯৯ টাকা। আবার এর সাথে মোটা অঙ্কের ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
যেকোনো ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে ৪,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মিলবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ৫৫০০ টাকা ছাড়।
Realme 14 Pro+ 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে ৬.৮৩ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হাটজ। এই ডিসপ্লের রেজোলিউশন ২৮০০ x ১২৭২ পিক্সেল। ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৬০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল তৃতীয় ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।