মোবাইল

বিশ্বের প্রথম ট্রিপল ফ্ল্যাশ ক্যামেরার ফোন আনছে Realme, DSLR এর সাথে হবে টক্কর

Published on:

Realme 14 pro plus 5G to feature triple flash 50mp sony triple reflection periscope telephoto camera

Realme 14 Pro সিরিজ নিয়ে চর্চা অব্যাহত। সংস্থাটি লঞ্চের আগে এই সিরিজের ফোনগুলির ডিজাইন এবং ফিচার ধীরে ধীরে প্রকাশ করছে। সম্প্রতি, রিয়েলমি জানিয়েছে যে রিয়েলমি 14 প্রো ডিভাইসে যে প্যানেল থাকবে তা বিশেষ অবস্থায় রঙ পরিবর্তন করবে। আজ আবার ব্র্যান্ডটি Realme 14 Pro+ 5G মডেলের ক্যামেরা ফিচার ফাঁস করেছে। এর আগে জানা গিয়েছিল যে এই সিরিজে 42° কোয়াড-কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হবে।

Realme 14 Pro+ 5G এর ক্যামেরা ফিচার

রিয়েলমি 14 প্রো প্লাস ফোনে f/1.88 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 1/1.56″ Sony IMX896 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার থাকবে। এর সাথে পাওয়া যাবে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। সংস্থাটি আরও নিশ্চিত করেছে যে রিয়েলমি 14 প্রো প্লাস ডিভাইসে ইন্ড্রাস্ট্রির প্রথম ওআইএস সাপোর্ট সহ Sony IMX882 50 মেগাপিক্সেল ট্রিপল-রিফ্লেকশন পেরিস্কোপ টেলিফোটো লেন্স থাকবে।

WhatsApp Community Join Now

আবার এই ফোনে বড় 1/2 “সেন্সর ব্যবহার করা হবে যা 3x অপটিক্যাল জুম, 6x লসলেস জুম এবং 120x সুপার জুম অফার করবে। ডিভাইসটিতে ম্যাজিকগ্লো ট্রিপল ফ্ল্যাশ সিস্টেম ব্যবহার কeরা হবে। এই ক্যামেরা থেকে তোলা কিছু ছবিও শেয়ার করেছে রিয়েলমি। জানা গেছে রিয়েলমি 14 প্রো প্লাস স্মার্টফোনে এআই আল্ট্রা ক্ল্যারিটি 2.0 ফিচার উপস্থিত।

শুধু তাই নয়, রিয়েলমি তাদের নতুন Realme 14 Pro+ ফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবি DSLR ক্যামেরায় তোলা ছবির সাথে তুলনা করেছে। সংস্থাটির শেয়ার করা ছবি দেখে বলতে দ্বিধা নেই যে Realme 14 Pro+ 5G সেরা ফটোগ্রাফির সুবিধা দেবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন