মোবাইল

ক্যামেরা থেকে ব্যাটারি-চার্জিং, লঞ্চের আগেই ফাঁস Realme 14 সিরিজের প্রচুর ফিচার্স

Published on:

Realme 14 Pro plus key specs leaked ahead of launch

Realme 14 Pro সিরিজ ভারতে লঞ্চ হতে বেশি দেরি নেই। তাই রিয়েলমিও ধীরে ধীরে এই দুই স্মার্টফোনের নানা তথ্য প্রকাশ করতে শুরু করেছে। Realme 14 Pro এবং Realme 14 Pro+ নামে দুই মডেল আসতে চলেছে। অফিশিয়াল টিজার এবং লিক থেকে Realme 14 Pro সিরিজের ক্যামেরা ও প্রসেসর সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। এবার এই ফোনগুলির আরও ফিচার্স সামনে এসেছে।

Realme 14 Pro সিরিজের ফিচার্স ফাঁস

টিপস্টার পরাশ গুগলানি রিয়েলমি 14 প্রো এবং 14 প্রো+ এর পোস্টার তাঁর এক্স প্রোফাইল থেকে শেয়ার করেছেন। জানা গিয়েছে যে, রিয়েলমি 14 প্রো-এর সামনে 1.5K রেজোলিউশন, 3,840 হার্টজ PWM ডিমিং এবং আই কেয়ার প্রোটেকশন সহ 120 হার্টজ কার্ভড ডিসপ্লে রয়েছে। ডাইমেনসিটি 7300 এনার্জি প্রসেসর দ্বারা পরিচালিত হবে ফোন। এটি রিয়েলমি 13 সিরিজে থাকা স্ন্যাপড্রাগন 7s Gen 2 চিপের থেকে ফাস্ট।

WhatsApp Community Join Now

এছাড়া, ফোনে 6,000 এমএএইচ ব্যাটারি সেল রয়েছে। এটি 6,000 এমএএইচ ব্যাটারি সহ সবচেয়ে পাতলা ফোন (7.55 মিমি) বলে মনে করা হচ্ছে। এটি 45W চার্জিং সাপোর্ট সহ আসবে। প্রাইমারি ক্যামেরাটি হবে Sony IMX882 সেন্সর। রিয়ার ক্যামেরা সেটআপটি ট্রিপল ফ্ল্যাশ নির্ভর “স্টুডিও লেভেল” ফিল লাইট এবং স্মার্ট কালার টেম্পার অ্যাডজাস্টমেন্ট অফার করবে। সঙ্গে IP66+IP68+IP69 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স ব্যবস্থা থাকছে।

Realme 14 Pro+ স্পেসিফিকেশন ও ফিচার্স

লিক হওয়া পোস্টার অনুযায়ী, রিয়েলমি 14 প্রো+ স্ন্যাপড্রাগন 7এস জেন 3 প্রসেসর, 50MP সনি OIS পেরিস্কোপ ক্যামেরা + 50MP সনি OIS সেকেন্ডারি ক্যামেরা + 112 ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা, ট্রিপল ফ্ল্যাশ, Android 15 নির্ভর Realme 6.0 সফটওয়্যার, ও 80W ফাস্ট চার্জিং সহ 6,000 এমএএইচ ব্যাটারি অফার করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন