6,000mah ব্যাটারি, 50MP ট্রিপল ক্যামেরা ও 80W ফাস্ট চার্জের সঙ্গে লঞ্চ হল Realme 14 Pro+

Realme 14 Pro+ ভারতে আসার আগে চীনে লঞ্চ হয়ে গেল। প্রথমেই নজর কাড়বে রিয়েলমির এই নতুন স্মার্টফোনের ডিজাইন। তবে শুধু সুন্দর লুকস নয়, ফিচার্সসমৃদ্ধ ফোন হল Realme 14 Pro+। ভেপার কুলিং চেম্বার, IP68 + IP69 রেটিং, হাই-ব্রাইটনেস, হাইপারইমেজ+ ইমেজিং সিস্টেম, ট্রিপল ফ্ল্যাশ, ও দুর্দান্ত ক্যামেরা রয়েছে এতে। চলুন জেনে নিই নতুন ডিভাইসটির দাম সহ খুঁটিনাটি।

Realme 14 Pro+ স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি 14 প্রো+ ফোনের সামনে 6.83 ইঞ্চি ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি 1.5K রেজোলিউশন এবং 1500 নিটস ব্রাইটনেস অফার করে। চারিদিকে 1.6 মিমি স্লিম বেজেল রয়েছে। ফোনটি 7.99 মিমি পাতলা। স্ন্যাপড্রাগন 7এস জেন 3 একে শক্তি সরবরাহ করে। নতুন চিপটি স্ন্যাপড্রাগন 7এস জেন 2-এর তুলনায় 15% বেশি সিঙ্গেল-কোর এবং 12% বেশি মাল্টি-কোর পারফরম্যান্স অফার করে।

কিছু কিছু মোবাইল গেম 120 FPS-এ খেলা যাবে বলে দাবি কোম্পানির। রিয়েলমি 14 প্রো+ এর পিছনে তিনটি ক্যামেরা আছে। যেগুলি হল 50 মেগাপিক্সেল Sony IMX896 মেইন + 3x ম্যাগনিফিকেশন সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কল করার জন্য, সামনে সিঙ্গেল 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

ফোনের ক্যামেরা সিস্টেম রিয়েলমির হাইপারইমেজ+ ইমেজিং সিস্টেম দ্বারা পরিচালিত। সংস্থা যে সব ছবি প্রকাশ করেছে তার উপর ভিত্তি করে বলা যায়, এটি পূর্বসূরির তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড। ফোনে 6000mAh ক্ষমতার টাইটান ব্যাটারি আছে যা 80W ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটি মাত্র 24 মিনিটে 50% চার্জ হয়ে যায়।

দাম

রিয়েলমি 14 প্রো+ গ্রে এবং হোয়াইট কালার অপশনে উপলব্ধ এবং বর্তমানে চীনে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হচ্ছে। মেমরি ভ্যারিয়েন্ট দুটো। 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি মডেলের দাম যথাক্রমে 2599 ইউয়ান (প্রায় 30,400) এবং 2,799 ইউয়ান (প্রায় 32,800 টাকা)। উল্লেখ্য, রিয়েলমির এই ফোন 16 জানুয়ারি ভারতে লঞ্চ হবে।