বার্সেলোনায় বসতে চলেছে ২০২৫ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC)। এই ইভেন্টে ফ্ল্যাগশিপ Realme 14 Pro সিরিজটি লঞ্চ করতে চলেছে কোম্পানি। ভারতে, জানুয়ারিতে Realme 14 Pro এবং Realme 14 Pro+ ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে। এই ইভেন্টে একটি বিশেষ আল্ট্রা ভ্যারিয়েন্টও প্রকাশ করবে রিয়েলমি। দাবি করা হচ্ছে, এই ভ্যারিয়েন্টে সবথেকে সেরা ক্যামেরা দিতে চলেছে কোম্পানি, যার সামনে হার মানবে DSLR।
Realme 14 Ultra এর ক্যামেরা
সম্প্রতি রিয়েলমি ১৪ আল্ট্রা ফোনের টিজার প্রকাশ করা হয়েছে। রিয়েলমি নিশ্চিত করেছে যে, এই ফোনে একটি কাস্টমাইজড সনি ১ ইঞ্চি সেন্সর থাকবে। এটি আরও ভালো ভাবে লাইট ক্যাপচার করবে এবং ছবির মান উন্নত করবে। বিশেষ করে যখন কম আলো থাকবে। এই ক্যামেরাতে ১০x অপটিক্যাল জুম-সহ একটি টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত করার বিষয়টিও নিশ্চিত করেছে কোম্পানি, যার ফোকাল দৈর্ঘ্য ৭৩ মিলিমিটার থেকে ২৩৪ মিলিমিটার হতে পারে এবং অ্যাপারচার রেঞ্জ f/১.৪ থেকে f/১.৫।
এই ক্যামেরার নমুনাও শেয়ার করেছে রিয়েলমি। এই আপগ্রেডগুলি নিশ্চিত করে যে আসন্ন স্মার্টফোনে DSLR-এর সমান উচ্চ-মানের জুম করা ছবি তোলা যাবে। এক্স হ্যান্ডেলে রিয়েলমি তাদের পোস্টে, f/২.০ অ্যাপারচার-সহ ২৩৪ মিলিমিটার ফোকাল দৈর্ঘ্যের ছবি পোস্ট করে দাবি করেছে যে, এতে সেরা ফটোগ্রাফি অভিজ্ঞতা পাওয়া যাবে। এর পাশাপাশি রিয়েলমি তাদের হাইপারইমেজ+ প্রযুক্তির উপরও জোর দিয়েছে, যা উন্নত প্রক্রিয়াকরণের মাধ্যমে ছবির মান উন্নত করতে সাহায্য করে। এই প্রযুক্তি একটি AI-চালিত ইমেজিংয়ের সমান।
ক্যামেরার ক্ষমতা প্রমাণ করার জন্য, রিয়েলমি একটি টিজার ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে একজন শীর্ষ নির্বাহী ফোনটি ব্যবহার করে ছবি তুলছেন। ভিডিয়োতে রিয়েলমি এক্সিকিউটিভরা ক্যামেরাটিকে “সত্যিকারের DSLR-স্তরের স্মার্টফোন ক্যামেরা” হিসাবে দাবি করেছেন।