লঞ্চের আগে ফাঁস Realme 15 Pro 5G ফোনের রেন্ডার, নজরকাড়া লুক সহ পাবেন নতুন AI ক্যামেরা ফিচার

ভারতীয় বাজারে খুব শীঘ্রই পা রাখতে চলেছে Realme 15 Pro 5G। যদিও সংস্থার তরফে এখনও এর বিষয়ে কিছু জানানো হয়নি, তবে আজ ফোনটির একটি রেন্ডার ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এখান থেকে স্মার্টফোনটির ডিজাইন সামনে এসেছে। ছবি দেখে বলা যায় যে, Realme 15 Pro 5G আগের মডেল থেকে বেশ আলাদা হবে এবং এতে কিছু AI-ভিত্তিক আধুনিক ফিচার পাওয়া যাবে। অর্থাৎ পূর্বসূরির তুলনায় বেশ বড়সড় আপগ্রেড নিয়ে আসবে নতুন মডেলটি। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Realme 15 Pro 5G এর রেন্ডার ফাঁস

৯১মোবাইলস আজ রিয়েলমি ১৫ প্রো ৫জি এর রেন্ডার ফাঁস করেছে। রেন্ডারে এই ফোন কে চকচকে সিলভার ফিনিশে দেখা গেছে। সম্ভবত এই মডেলের নাম রাখা হবে “ফ্লোয়িং সিলভার”। এই কালার অপশনের কথা আগেই জানা গিয়েছিল। পাশাপাশি রিয়েলমি ১৫ প্রো ৫জি আরও দুটি রঙে পাওয়া যাবে – সিল্ক পার্পেল এবং ভেলভেট গ্রিন।

Realme 15 Pro 5G এর ডিজাইন

রেন্ডারে দেখা গেছে, রিয়েলমি ১৫ প্রো ৫জি এর পিছনে থাকবে দুটি ক্যামেরা, যেগুলি আলাদা দুটি বৃত্তের মধ্যে অবস্থিত হবে। এর পাশেই আরও একটি গোল কাটআউটে থাকবে এলইডি ফ্ল্যাশ। ক্যামেরার পাশে খোদাই করা লেখা থেকে জানা গেছে, এর প্রাইমারি সেন্সরটির রেজোলিউশন হবে ৫০ মেগাপিক্সেল। তবে দ্বিতীয় লেন্সের রেজোলিউশন জানা সম্ভব হয়নি।

রিয়েলমি ১৫ প্রো ৫জি এর সামনে ফ্ল্যাট ডিসপ্লে, পাতলা বেজেল আর মাঝখানে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ও ভলিউম বাটনগুলি থাকবে বাম দিকে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চোখে পড়েনি, ফলে ধরে নেওয়া যায় যে, এটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে।

একগুচ্ছ AI ফিচার সহ আসবে

Realme 15 Pro 5G ডিভাইসে AI ভিত্তিক কিছু নতুন ফিচার দেখা যাবে। এর মধ্যে থাকতে পারে ‘AI Edit Genie’ এবং ‘AI Party’ নামে দুটি টুল। প্রথমটি ভয়েস কমান্ড দিয়ে ছবি এডিট করতে সাহায্য করবে। স্মার্টফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে বলে জানা গেছে।

এই ফোনের সঙ্গে Realme 15 5G মডেলটিও বাজারে আসবে বলে জানা গেছে। এটি Realme 14 সিরিজের উত্তরসূরি হিসেবে আসবে। যদিও কোম্পানির তরফ থেকে এখনো নতুন সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি।

Photo Credit: 91mobiles