Realme 15, Realme 15 Pro ও Realme 15T দুর্দান্ত ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

প্রত্যাশা মতোই Realme 15 সিরিজ আজ বুধবার চীনে লঞ্চ হল। এই সিরিজের অধীনে Realme 15, Realme 15 Pro এবং Realme 15T ডিভাইস তিনটি চীনের বাজারে পা রেখেছে। এরমধ্যে প্রথম ও তৃতীয় মডেলে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর। আর Pro মডেলে স্ন্যাপড্রাগন প্রসেসর পাওয়া যাবে। আর তিনটি হ্যান্ডসেটই ৭০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম সহ এসেছে। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme 15 এর স্পেসিফিকেশন ও ফিচার

Realme 15 স্মার্টফোনে আছে ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে যা ১০৮০×২৩৯২ পিক্সেল স্ক্রিন রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস, ২৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করবে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্লাস প্রসেসর। ফোনটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে। এই ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ টাইটান ব্যাটারি, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি ১৫ হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল OV50D সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি IMX882 প্রাইমারি সেন্সর। এর অন্যান্য ফিচারগুলি মধ্যে আছে স্টেরিও ডুয়েল স্পিকার, ডুয়েল মাইক নয়েজ রিডাকশন, ডুয়েল ন্যানো সিম, আইপি৬৯/আইপি৬৮/আইপি৬৬ রেটিং, ২কে লাইভ ফটো এবং আউটডোর মোড।

Realme 15 এর দাম ও উপলব্ধতা

Realme 15 টাইটানিয়াম গ্রে এবং সাকুরা পিঙ্ক কালার অপশনে এসেছে। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬৯৯ ইউয়ান (প্রায় ২০,৯০০ টাকা)। আর ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,৬০০ টাকা)। ডিভাইসটি রিয়েলমির চীনের ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Realme 15 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি ১৫ প্রো ডিভাইসে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ও ৬.৮ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লে ৬৫০০ নিট পিক ব্রাইটনেস, ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ২৫০০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট এবং ১২৮০×২৮০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে। এই স্মার্টফোনে রয়েছে ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট সহ ৭০০০ এমএএইচ টাইটান ব্যাটারি।

ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বললে, Realme 15 Pro এর পিছনে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স উপস্থিত। আর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ডিভাইসটি মাল্টিফাংশন এনএফসি, ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম, ডুয়েল ন্যানো সিম, ইউএসবি টাইপ-সি পোর্ট, ২কে লাইভ ফটো, আইপি৬৯/আইপি৬৮/আইপি৬৬ রেটিং, এআই ডাবল ফ্ল্যাশ, ক্রিস্টাল আর্মার গ্লাস, অ্যান্টি-ফল স্ট্রাকচার, স্টেরিও ডুয়েল স্পিকার, আউটডোর মোড এবং এআই ফিচার সহ এসেছে।

Realme 15 Pro এর দাম

স্মার্টফোনটি টোয়াইলাইট গ্রিন এবং ফ্লোয়িং হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,৬০০ টাকা)। আর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৬৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৩০০ টাকা)।

Realme 15T এর স্পেসিফিকেশন ও ফিচার

Realme 15T হ্যান্ডসেটে আছে ৬.৫৭ ইঞ্চি ডিসপ্লে, যা ১০৮০×২৩৭২ পিক্সেল রেজোলিউশন, ৪০০০ নিট পিক ব্রাইটনেস, ২৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিন সহ এসেছে। এতে পাওয়া যাবে ৭০০০ এমএএইচ টাইটান ব্যাটারি, যা ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরার বিভাগের কথা বললে, রিয়েলমি ১৫টি মডেলে ৫০ মেগাপিক্সেল OV50D40 প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে স্টেরিও ডুয়েল স্পিকার, ডুয়েল মাইক নয়েজ রিডাকশন, ইউএসবি টাইপ-সি পোর্ট, ডুয়েল ন্যানো সিম, আন্ডার স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৯/আইপি৬৮/আইপি৬৬ রেটিং, AI ফিচার, মেটাল ডেকো, 3D মিডল ফ্রেম, আর্মার্ড অ্যান্টি-ফল স্ট্রাকচার ও কুলিং সিস্টেম।

Realme 15T এর মূল্য ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

Realme 15T ডিভাইসটি লুমিনাস ব্লু, ফ্লোয়িং হোয়াইট এবং ফ্যান্টম ব্ল্যাক কালার অপশনে এসেছে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১৯৯ ইউয়ান (প্রায় ১৪,৮০০ টাকা), ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৪৯৯ ইউয়ান (প্রায় ১৮,৫০০ টাকা)। আবার ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫৯৯ ইউয়ান (প্রায় ১৯,৭০০ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭৯৯ ইউয়ান (প্রায় ২২,২০০ টাকা)।