Realme 15T ভারতে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম কত

Realme 15T আজ মঙ্গলবার ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কমে। এর আগে গত জুলাই মাসে কোম্পানিটি এই সিরিজের অধীনে Realme 15 5G এবং Realme 15 Pro 5G ফোন দুটি এদেশে এনেছিল। নতুন এই মডেলে 15 এবং 15 Pro এর তুলনায় ছোট ডিসপ্লে দেওয়া হয়েছে। আবার এতে পাওয়া যাবে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০০০ সিরিজের চিপসেট। এছাড়া Realme 15T ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Realme 15T 5G এর দাম ও কালার অপশন
ভারতে Realme 15T 5G এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য হয়েছে ২২,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ পড়বে ২৪,৯৯৯ টাকা। এটি স্যুট টাইটানিয়াম, সিল্ক ব্লু এবং ফ্লোয়িং হোয়াইট কালার অপশনে এসেছে।
সেলের তারিখ ও অফার
ইতিমধ্যেই Flipkart এবং Realme India এর ওয়েবসাইট থেকে রিয়েলমি ১৫টি ৫জি এর প্রি-অর্ডার শুরু হয়েছে। আর ৫ সেপ্টেম্বর থেকে এর সেল শুরু হবে। যারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইসটি প্রি-বুক করবেন তারা বিনামূল্যে Realme Buds T01 ইয়ারবাড পাবেন।
Realme 15T 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার
রিয়েলমি ১৫টি ৫জি এর সামনে দেখা যাবে ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৩৭২ x ১০৮০ পিক্সেল) ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল OmniVision OV50D40 ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
আবার Realme 15T 5G এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল EIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল OV50D40 প্রাথমিক সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। এতে AI Edit Genie ফিচার পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের AI-চালিত কমান্ডের সাহায্যে ছবি এডিট করতে দেবে।
পারফরম্যান্সের জন্য Realme 15T 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স প্রসেসর। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৬ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ৬০৫০মিমি² ভিসি কুলিং সিস্টেমও উপস্থিত আছে।
সফটওয়্যারের কথা বললে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬ কাস্টম স্কিনে চলে। কোম্পানির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, এতে তিন বছরের জন্য অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। Realme 15T 5G এর অন্যান্য ফিচারের মধ্যে আছে মাইক্রোএসডি কার্ড স্লট, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং।