ভারতে বিক্রি শুরু Realme 16 Pro সিরিজের, রয়েছে আকর্ষণীয় অফার

৬ জানুয়ারি ভারতে লঞ্চ হওয়ার পর কয়েকদিনের মধ্যেই বিক্রি শুরু হল Realme 16 Pro সিরিজের। নতুন এই সিরিজে আছে দুটি ফোন – Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G। ক্রেতারা লোভনীয় অফার সহ ডিভাইসগুলি কিনতে পারবেন। অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart, Realme India ওয়েবসাইট এবং নির্বাচিত অফলাইন স্টোর থেকে এগুলি কেনা যাচ্ছে। উভয় মডেলই ভারত-এক্সক্লুসিভ কালার অপশন সহ পাওয়া যাবে।

Realme 16 Pro সিরিজের দাম ও লঞ্চ অফার

ভারতে Realme 16 Pro 5G এর দাম শুরু হচ্ছে ৩১,৯৯৯ টাকা থেকে। এই দাম ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে ৩৩,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৩৬,৯৯৯ টাকা।

Flipkart থেকে স্মার্টফোনটি কিনলে ক্রেতারা ৩,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অথবা ৫,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। এর সঙ্গে পুরনো Realme ফোন ব্যবহারকারীদের জন্য আছে অতিরিক্ত ১,০০০ টাকার সুবিধা।

অন্যদিকে, Realme 16 Pro+ 5G এর দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ টাকা থেকে। ক্রেতারা ফ্লিপকার্টে সরাসরি ৪,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এখানেও কোম্পানির পুরানো গ্রাহকরা ১,০০০ টাকা অতিরিক্ত বেনিফিট পাবেন।

Realme 16 Pro+ 5G ও Realme 16 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ডিভাইসে আছে ৬.৮ ইঞ্চি বড় অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ৬৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

স্ট্যান্ডার্ড রিয়েলমি ১৬ প্রো মডেলে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন উপস্থিত। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং প্রাণবন্ত কালার আউটপুট অফার করবে।

Realme 16 Pro+ 5G মডেলে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। দৈনন্দিন কাজ থেকে গেমিং, সবকিছুর জন্যই এই প্রসেসর যথেষ্ট শক্তিশালী। আবার Realme 16 Pro 5G মডেলটি চলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ম্যাক্স প্রসেসরে। দুটি ডিভাইস IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সহ এসেছে।

Realme 16 Pro সিরিজের বড় আকর্ষণ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর Pro+ মডেলে অতিরিক্ত ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা উপস্থিত। এই দুই হ্যান্ডসেটে ৭০০০ এমএএইচ টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।