মোবাইল

Realme 7 Neo ফোনের দ্য ব্যাড গাই এডিশন বাজারে আসছে, কি কি নতুনত্ব থাকবে

Published on:

Realme 7 neo the bad guy edition launch date confirmed 3 January expected specifications

জানুয়ারিতে আসছে Realme 7 Neo ফোনের The Bad Guys Limited Edition। ডিভাইসটির লঞ্চের তারিখ নিশ্চিত করল কোম্পানি। এতে থাকবে নতুন সওয়ার্ড সল সিলভার রঙ। নিও 7 মডেলের স্ট্যান্ডার্ড এডিশনের উত্তরসূরি হিসাবে এই ফোন বাজারে আনবে কোম্পানি। মিলবে Dimensity 9300 প্রসেসর এবং 7000mAh এর বিশাল ব্যাটারি ক্যাপাসিটি।

3 জানুয়ারি, 2025 তারিখে চীনের বাজারে লঞ্চ হবে এই ফোন। এই মডেলে পাওয়া যাবে কাস্টমাইজেশন করার সুবিধা ও নতুন ডিজাইন। ডিভাইসটির ব্যাক প্যানেলে থাকবে বু লিয়াঙ্গ রেন এবং তিয়ান আন জিংয়ের মাইক্রো ডিজাইন। লংকুয়ান সওয়ার্ড থেকে অনুপ্রাণিত হয়ে এটির নকশা করেছে রিয়েলমি। রিয়েলমি নিও 7 দ্য ব্যাড গাই এডিশন দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে – চাইনিজ কমিক্স কালেকশন কাস্টমাইজেশন এবং পেন্টিং রিভার্স অ্যান্ড লেকস।

WhatsApp Community Join Now

Realme 7 Neo The Bad Guys Limited Edition এর প্রি-বুকিং শুরু হয়েছে

ইতিমধ্যে বিনামূল্যে ডিভাইসের প্রি-বুকিং চালু করেছে রিয়েলমি। যারা এটি প্রি-বুক করবেন তারা কম দামে ও কিস্তির মাধ্যমে ফোনটি কেনার সুযোগ পাবেন। পাশাপাশি তারা 30 ইউয়ান (ভারতীয় মুদ্রায় 351 টাকা) মূল্যের লাল খাম এবং দ্য ব্যাড গাইস সিজন 7 ডাবল সিটি অ্যাডভান্স লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। চীনের বাজারে এই ফোনের সাধারণ ভার্সন ইতিমধ্যে দারুন উত্তেজনা সৃষ্টি করেছে।

আশা করা যার বেস মডেলের মতো স্পেশাল এডিশন 6.78 ইঞ্চি OLED ডিসপ্লে, 1.5K, রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে আসবে। থাকবে Dimensity 9300+ প্রসেসর, 1 টিবি স্টোরেজ এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং-সহ 7000mAh ব্যাটারি। পিছনে 50 মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স পাওয়া যাবে। সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সামনে থাকবে 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনে অপারেটিং সিস্টেম মিলবে অ্যান্ড্রয়েড 15।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন