রিয়েলমির ৭ম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সেল, বাম্পার অফার Realme P3 সিরিজের তিন স্মার্টফোনে

রিয়েলমি আজ ৭ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ “অ্যানিভার্সারি সেল”-এর আয়োজন করেছে। এই সেলে সংস্থার জনপ্রিয় P সিরিজের স্মার্টফোন পাওয়া যাচ্ছে বিশাল ছাড়ে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Realme.com এবং Flipkart থেকে এই সেলের লাভ ওঠানো যাবে। রিয়েলমি অ্যানিভার্সারি সেলে Realme P3 Pro 5G, Realme P3x 5G, Realme P3 5G অনেক কম দামে কেনা যাবে।
Realme P সিরিজ
রিয়েলমি পি সিরিজ ইতিমধ্যেই বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। কোম্পানির তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এই সিরিজের ২০ লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে। দুর্দান্ত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত ফিচারের জন্য P সিরিজের ফোনগুলো তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
Realme P3 Pro 5G: অ্যানিভার্সারি সেলে রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনটি ৫০০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর এবং গ্লো-ইন-দ্য-ডার্ক ডিজাইন। এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৮,৯৯৯ টাকায়। এছাড়া, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেল ১৯,৯৯৯ টাকায় এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি মডেল মিলবে ২১,৯৯৯ টাকায়। এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট SuperVOOC চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।
Realme P3x 5G: মিড-রেঞ্জ সেগমেন্টে আসা রিয়েলমি পি৩এক্স ৫জি এই সেলে লোভনীয় অফারে বিক্রি হচ্ছে। ফিচার হিসেবে এতে আছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট SuperVOOC চার্জিং। ফোনটি ১০০০ টাকা সরাসরি ডিসকাউন্ট ও ১০০০ টাকার ব্যাঙ্ক ছাড় সহ বিক্রি হচ্ছে। এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল কেনা যাচ্ছে ১১,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি মডেল ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
Realme P3 5G: AI ও জল প্রতিরোধী রেটিং সহ আসা রিয়েলমি পি৩ ৫জি ডিভাইসটিও কম দামে ওয়েবসাইটে তালিকাভুক্ত আছে। এতে আছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর, জিটি বুস্ট ফিচার সহ এআই মোশন ও এআই আল্ট্রা টাচ কন্ট্রোল ফিচার। এই ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল মাত্র ১৪,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল ১৫,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে।