রিয়েলমি তাদের নতুন ইয়ারবাড Air 7 Pro লঞ্চ করল। এটি Air 6 Pro-এর উত্তরসূরি হিসেবে এসেছে এবং দাম রাখা হয়েছে সামান্য কম। এটি আপাতত চীনে লঞ্চ হয়েছে এবং মূল্য ধার্য করা হয়েছে ৪৫০ ইউয়ন (প্রায় ৫,২৫০ টাকা)। Realme Air 7 Pro ইয়ারবাডে পাওয়া যাবে ডুয়েল ড্রাইভার, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার ও ৪৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ। এটি স্যান্ড হোয়াইট, সিলভার লাইন, উইন্ড গ্রীন এবং ফায়ার রেড কালার অপশনে এসেছে। আসুন এর বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।
রিয়েলমি এয়ার ৭ প্রো ইয়ারবাডে আছে কো-অ্যাক্সিয়াল ডুয়েল ড্রাইভার (৬মিমি + ১১মিমি), যা দারুণ ট্রেবল এবং ডাইনামিক বেস অফার করে। এটি হাই-রেস অডিও ওয়্যারলেস সার্টিফিকেশন সহ এসেছে। এই ইয়ারবাডে LHDC 5.0 কোডেক সাপোর্ট করে। এতে পাওয়া যাবে সুইফট পেয়ার এবং মাল্টি-পয়েন্ট কানেক্টিভিটির মতো ফিচার।
Realme Buds Air 7 Pro ইয়ারফোনে আছে অ্যাভিয়েশন-গ্রেড অ্যালুমিনিয়াম। এতে IP55 রেটিং উপস্থিত, যা ধুলো এবং জল থেকে সুরক্ষা দেবে। ইয়ারবাডটি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার সহ এসেছে। এতে ছয়টি মাইক্রোফোন দেওয়া হয়েছে। গ্যাজেটটি রিয়েল-টাইম কনভার্সেশন ট্রান্সেলেট করতে পারবে।
ব্যাটারির কথা বললে, Realme Buds Air 7 Pro ইয়ারবাডটি ANC বন্ধ রাখলে ৪৮ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে এবং ANC চালু থাকলে ২৬ ঘণ্টা (ইয়ারবাড ৬.৫ ঘণ্টা) পর্যন্ত চলতে পারে। আবার এটি মাত্র ১০ মিনিটের চার্জে ১১ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.