মোবাইল

BGMI সিরিজ 2025 এর স্মার্টফোন পার্টনার হল রিয়েলমি, সেরা গেমিং ফোন হবে Realme GT 7 Pro

Published on:

Realme becomes Bgmi series 2025 official Smartphone Partner

আসন্ন BGMI সিরিজ ও BGMI প্রো সিরিজ 2025 এর অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হল চীনের কোম্পানি Realme। এদিন গেমটির ডেভেলপার Krafton এর সাথে হাত মেলাল কোম্পানিটি। ভারতে জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। জানা গিয়েছে, BGMI সিরিজ 2025 এর অফিশিয়াল পার্টনার হিসাবে উপস্থাপন করা হবে Realme GT 7 Pro স্মার্টফোনকে।

BGMI সিরিজ বা টুর্নামেন্টের পুরস্কার রাখা হয়েছে 2 কোটি টাকা। এটি অনুষ্ঠিত হবে কলকাতায়। দুই কোম্পানির এই অংশীদারিত্বের লক্ষ্য হল, ভারতের দ্রুত প্রসারিত গেমিং বাজারকে আরও বড় করা। যেখানে বর্তমানে প্রায় 45 কোটি গেমার রয়েছে এবং 2028 সালের মধ্যে 72 কোটিতে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Community Join Now

অংশীদারিত্বকে সমর্থন করার জন্য, Realme একটি অভ্যন্তরীণ দল প্রতিষ্ঠা করেছে, যা esports পণ্য উদ্ভাবন এবং প্রযুক্তি গবেষণার উপর মনোনিবেশ করবে। পাশাপাশি গেমিং ইকোসিস্টেম উন্নত করার জন্য একচেটিয়া ডিবাগিং-সহ যৌথ গবেষণা এবং উন্নয়নে ক্র্যাফটন ইন্ডিয়ার সাথে সরাসরি কাজ করবে বলে জানিয়েছে রিয়েলমি।

এদিন রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট এবং CMO চেজ জু বলেন, “ভারতের মোবাইল গেমিং সম্প্রদায় বিশ্বের অন্যতম প্রাণবন্ত এবং গতিশীল। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টগুলির জন্য অফিসিয়াল স্মার্টফোন অংশীদার হওয়া আমাদের অত্যাধুনিক প্রযুক্তি প্রদানের প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রদর্শন করে।”

অন্যদিকে, Krafton India-এর Esports-এর সহযোগী পরিচালক করণ পাঠক বলেন, পেশাদার এবং গ্রাসরুট প্লেয়ার, উভয়ের সুযোগ প্রদানের জন্য তাদের যে পরিকল্পনার রয়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে অংশীদারিত্বের উপর জোর দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন