Motorola Edge 50 Pro ফোনে বড় ডিসকাউন্ট, 12000 টাকা ছাড়ে কেনার সেরা সুযোগ

প্রিমিয়াম ডিজাইন, বড় ডিসপ্লে ও সুপার ফাস্ট চার্জিং, এই তিনটি জিনিস একসঙ্গে চাইলে Motorola Edge 50 Pro আপনার জন্য সেরা অপশন হতে পারে। আর বর্তমানে ফোনটি আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। Amazon-এ সীমিত সময়ের জন্য ডিভাইসটির উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই আপনি যদি অত্যাধুনিক ফিচারের কোনো মিড রেঞ্জ স্মার্টফোন কিনতে চান তাহলে এটি কিনতে পারেন।
Motorola Edge 50 Pro ভারতে লঞ্চ হয়েছিল ৩৫,৯৯৯ টাকায়। কিন্তু এখন Amazon-এ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে মাত্র ২৩,৯৮৫ টাকায়। অর্থাৎ হ্যান্ডসেটটি ১২ হাজার টাকারও বেশি ছাড়ে কেনার সুযোগ রয়েছে। এর সাথে আলাদা করে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে।
শুধু তাই নয়, যাদের কাছে পুরানো স্মার্টফোন আছে, তারা এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারে। এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ২২,৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। যদিও এই ছাড় পুরানো ফোনের অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, Motorola Edge 50 Pro ডিভাইসের সামনে ৬.৭ ইঞ্চি কার্ভড পিওএলইডি ডিসপ্লে দেখা যাবে, যা ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য আছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরা সেটআপ নিয়েও Motorola খুব সিরিয়াস। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যা ৩এক্স অপটিক্যাল জুম অফার করবে। সামনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

