Realme C51 স্মার্টফোনে এল Android 15 আপডেট, সমস্যার সম্মুখীন অনেক ব্যবহারকারী

রিয়েলমি সম্প্রতি তাদের C সিরিজের জনপ্রিয় ফোন Realme C51-এর জন্য অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক আপডেট রোলআউট করেছে। আপডেটটি ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে বলে জানানো হয়েছে। গত জুন মাসে এই আপডেটের জন্য ওপেন বিটা প্রোগ্রাম চালু করা হয়, এরপর এখন স্টেবল ভার্সন নিয়ে আসা হল। আপনি যদি Realme C51 ফোন ব্যবহার করেন এবং আপডেটের নোটিফিকেশন না পেয়ে থাকেন তাহলে কয়েকদিন অপেক্ষা করতে পারেন।
Realme C51 ফোনে এল অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক আপডেট
রিয়েলমির কমিউনিটি থেকে জানা গেছে, নতুন এই আপডেটের বিল্ড নাম্বার F.59 এবং এর ডাউনলোড সাইজ সাধারণ আপডেটের চেয়ে বড়। উল্লেখ্য, Realme C51 ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছিল। এরপর অ্যান্ড্রয়েড ১৪ ও এখন এতে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট এল। আমাদের বিশ্বাস এটাই সম্ভবত ডিভাইসটির জন্য শেষ বড় আপডেট।
আপডেট ইনস্টলের পরের সমস্যা
অনেক রিয়েলমি সি৫১ ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এই আপডেট ইনস্টলের পরে সমস্যার পড়েছেন বলে জানিয়েছেন। তারা ব্যাটারি দ্রুত শেষ হওয়া, সফটওয়্যারের ধীরগতি, এবং অ্যাপ ক্র্যাশ করার মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন। তবে সবাই এইধরনের সমস্যার মুখোমুখি হননি।
ফিচার
এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক Realme UI 6 আসডেট। এই আপডেট ইনস্টলের পর ডিভাইসে নতুন অ্যানিমেশন, নয়া অ্যাপ আইকন, রিয়েলমি শেয়ার, চার্জিং সীমা নির্ধারণের সুবিধা পাওয়া যাবে।