নেটওয়ার্ক ছাড়াই হবে কল, Xiaomi 17 Ultra আসছে স্যাটেলাইট কানেক্টিভিটির সাথে

শাওমি গত মাসে বাজারে এনেছে তাদের ফ্ল্যাগশিপ Xiaomi 17 সিরিজটি। এই লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে তিনটি মডেল – Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max। ব্র্যান্ডটি বর্তমানে এই সিরিজের টপ-এন্ড মডেল হিসাবে Xiaomi 17 Ultra এর ওপর কাজ করছে। এই ফ্ল্যাগশিপ ফোনটিতে স্যাটেলাইট কানেক্টিভিটি থাকতে পারে এবং সিরিজের Pro মডেলের মতো, এতেও ডুয়েল ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি একটি সার্টিফিকেশন সাইটে Xiaomi 17 Ultra মডেলটিকে দেখা গেছে, যেখান থেকে এর কয়েকটি ফিচার প্রকাশ্যে এসেছে।
Xiaomi 17 Ultra মডেলে থাকতে পারে স্যাটেলাইট কানেক্টিভিটি
এক টিপস্টার চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো-তে Xiaomi 17 Ultra সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন। তার পোস্ট অনুযায়ী, আপকামিং ডিভাইসটি 25128PNA1C মডেল নম্বর সহ একটি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এই সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, ফোনটি কোনো সেলুলার নেটওয়ার্ক কানেক্টিভিটি ছাড়াই কল করতে দেবে। এছাড়া টিয়ানটং (Tiantong) এবং বেইডৌ (BeiDou) পরিষেবার মাধ্যমে এতে মেসেজ পাঠানোর জন্য স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে। খুব সম্ভবত শুধুমাত্র চীনা ভ্যারিয়েন্টে এই স্যাটেলাইট ফিচার পাওয়া যাবে, তবে গ্লোবাল মডেলে এই সুবিধা থাকবে না।
Xiaomi 17 Ultra এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
Xiaomi 17 Ultra সম্পর্কিত রিপোর্টগুলিতে উল্লেখ করা হয়েছে যে, এটি স্যাটেলাইট কানেক্টিভিটির সাথে আসবে। ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটির পিছনে কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য, আসন্ন Xiaomi 17 Ultra ফোনে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। এছাড়া ডিভাইসটির অন্যান্য ফিচার গত মাসে চীনে উন্মোচিত Xiaomi 17 Pro Max এর মতোই হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এতে থাকতে পারে বড় ৬.৯ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ সাপোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ১২০ ওয়াট ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি।