সস্তায় ডুয়েল ক্যামেরা সহ বড় ব্যাটারি, Realme C75 এত সস্তায় ভারতে লঞ্চ হচ্ছে

রিয়েলমি শীঘ্রই ভারতের বাজারে তাদের C সিরিজের নতুন স্মার্টফোন Realme C75 লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই 91মোবাইলস এই ফোনটির ডিজাইন, কালার, স্টোরেজ অপশন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য ফাঁস করেছে। এখন আবার Realme C75 ফোনটির দাম এবং কিছু বিশেষ স্পেসিফিকেশন সামনে এসেছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে দেখে নেওয়া যাক।
Realme C75 এর ভারতে সম্ভাব্য দাম
রিয়েলমি সি৭৫ এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হতে পারে ১২,৯৯৯ টাকা, আর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য ধার্য করা হতে পারে ১৩,৯৯৯ টাকা। ফোনটি বিভিন্ন ব্যাংক অফার সহ কেনা যাবে।
Realme C75 এর স্পেসিফিকেশন ও ফিচার
রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি সি৭৫ ডিভাইসে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের আই কনফোর্ট ডিসপ্লে। যদিও এখনো ডিসপ্লের সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি। স্মার্টফোনটি দুটি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৪ জিবি এবং ৬ জিবি র্যাম, সাথে থাকবে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ডাইনামিক র্যাম ফিচারের মাধ্যমে ফোনটির মোট র্যাম ১৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই প্রযুক্তি মাত্র ১০ মিনিট চার্জেই ব্যবহারকারীকে ৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে দেবে।
এটি মাত্র ৭.৯৪ মিমি পুরু হবে। ফোনটি মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স এবং IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে। Realme C75 এর পিছনে থাকবে ট্রিপল কাটআউট ডিজাইন, যেখানে ডুয়েল ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। এটি মিডনাইট লিলি, পার্পল ব্লসম ও লিলি হোয়াইট কালার অপশনে আসবে।