Realme গত বছর নভেম্বরে ভিয়েতনামে C75 নামে একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল। ডিভাইসটি এখনও ভারতে না এলেও, এই সিরিজের আরও এক নতুন মডেল বাজারে পা রাখবে বলে খবর সামনে আসছে। Realme C75x কিছুটা ভিন্ন স্পেসিফিকেশন সহযোগে আসতে চলেছে। শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়ে সম্প্রতি মালয়েশিয়ার SIRIM ডাটাবেসে ফোনটি হাজির হয়েছে। আর এখন ফোনটির ডিজাইন ও বেশ কিছু ফিচার্স ফাঁস হয়েছে।
মালয়েশিয়া থেকে একটি পোস্টার অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে প্রিন্ট করা ফোনটি হুবহু রিয়েলমি সি৭৫-এর মতো দেখতে। এটি নতুন মডেলের মার্কেটিং নাম প্রকাশ করেছে — রিয়েলমি সি৭৫এক্স। ফোনটিতে আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেজিট্যান্স বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। একইসাথে, ওই পোস্টারে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন থাকার কথাও বলা হয়েছে।
রিয়েলমি সি৭৫এক্স-এর ফ্রন্ট ও ব্যাক প্যানেল ফ্ল্যাট। পিছনে একটি আয়তকার ক্যামেরা মডিউলের মধ্যে এলইডি ফ্ল্যাশলাইট সহ তিনটি কাটআউট রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৫,৬০০ এমএএইচ ব্যাটারি। স্ট্যান্ডার্ড মডেলের থেকে ক্যাপাসিটি কম হলেও ডিসপ্লের রিফ্রেশ হাট ১২০ হার্টজে আপগ্রেড হয়েছে।
আরও পড়ুনঃ ভবিষ্যতে ফোনের ব্যবসা বন্ধ করছে Apple? আইফোনকে বদলে দেবে ইলেকট্রনিক ডিভাইসের রিমোট কন্ট্রোলে?
Realme C75x-এর চিপসেটের নাম এখনও জানা যায়নি। ডিভাইসটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে। আবার র্যাম ২৪ জিবি পর্যন্ত ভার্চুয়ালি বাড়ানো যাবে। ক্যামেরা ডিটেলস এখনও অজানা, তবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা যায়। রিয়েলমি এই মাসেই ফোনটি প্রকাশ করতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.