সস্তায় দুর্দান্ত ফিচার, Realme C85 লঞ্চের আগে পেল EEC সার্টিফিকেশন থেকে ছাড়পত্র

Realme তাদের জনপ্রিয় C সিরিজের অধীনে নতুন একটি ফোন বাজারে আনতে চলেছে। এই ডিভাইসটির নাম রাখা হতে পারে Realme C85। আজ ইউরেসিয়ান ইকোনমিক কমিশন বা EEC সার্টিফিকেশন ওয়েবসাইটে স্মার্টফোনটি অন্তর্ভুক্ত হয়েছে। এর মডেল নম্বর RMX5555। এই একই মডেল নম্বর কে এর আগে IMEI ডেটাবেসে খুঁজে পাওয়া গিয়েছিল। যদিও তখন এর নাম জানা যায়নি। তবে EEC ডেটাবেসে ফোনটির নাম উল্লেখ আছে। আসুন Realme C85 সম্পর্কে কি কি তথ্য এসেছে জেনে নেওয়া যাক।
Realme C85 এর সম্ভাব্য ফিচার
EEC সার্টিফিকেশন সাইট থেকে Realme C85 এর নাম প্রকাশ্যে এলেও, এর স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে সন্দেহ নেই যে শীঘ্রই স্মার্টফোনটি বাজারে আসতে চলেছে। এটি চলতি বছরের মে মাসে লঞ্চ হওয়া Realme C75 এর উত্তরসূরি মডেল হবে।
Realme C85 এর দাম থাকবে ১৫ হাজার টাকার কম
রিয়েলমি তাদের C সিরিজের সমস্ত ডিভাইসেই বড় ব্যাটারি, ভালো ডিসপ্লে ও দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় ফিচার দিয়ে থাকে। রিয়েলমি সি৮৫ মডেলটিও এর ব্যতিক্রম হবে না। ফোনটির দাম রাখা হতে পারে ১৫,০০০ টাকার কম। সিরিজের অন্যান্য স্মার্টফোনের দামও ৬,০০০-১৫,০০০ টাকার মধ্যে রাখা হয়।
যদিও এখনও পর্যন্ত এর ডিজাইন বা হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি এর লঞ্চের তারিখও এখনও প্রকাশ্যে আসেনি। তবে সার্টিফিকেশন সাইটে উপস্থিত হওয়ার অর্থ এর বাজারে আগমনের সময় আগত। আর Realme C85 মডেলে পাওয়া যেতে পারে ৬.৬ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে, মিডিয়াটেক প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০-৬০০০ এমএএইচ ব্যাটারি।