২৫ হাজার টাকার নিচে সেরা ক্যামেরা ও ব্যাটারির ফোন, Realme GT 6T 5G দুর্দান্ত অফারে কিনুন

মিড রেঞ্জ স্মার্টফোন বাজারে এখন বিকল্পের অভাব নেই। তবে অপশন বেশি থাকলে অনেক সময় সঠিক মডেল বেছে নিতে গিয়ে দ্বিধা দ্বন্দের মধ্যে পড়তে হয়। আপনিও যদি ২৫ হাজার টাকার কমে সেরা ফোন খুঁজতে গিয়ে সংশয়ে ভোগেন, তাহলে চিন্তা করবেন না। আমরা আপনাকে সঠিক ডিভাইস বেছে নিতে সাহায্য করবো। এক্ষেত্রে ২৫ হাজার টাকার মধ্যে আমরা Realme GT 6T 5G মডেলটি কিনতে বলবো।
বর্তমানে Amazon-এ এই ফোনটি বিশেষ অফার সহ মাত্র ২৪,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। আবার নির্বাচিত ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। শুধু তাই নয়, Realme GT 6T 5G কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ২৩,৫০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। স্মার্টফোনটি দুই রঙে পাওয়া যায় – ফ্লুইড সিলভার এবং মিরাকল পার্পল।
Realme GT 6T 5G এর বিশেষ বিশেষ স্পেসিফিকেশন
রিয়েলমি জিটি ৬টি ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর রয়েছে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ডুয়েল ভেপার চেম্বার কুলিং সিস্টেম উপস্থিত। সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে LTPO AMOLED প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০০ নিটসের পিক ব্রাইটনেস। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি ৬টি ৫জি ডিভাইসে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। সাথে আজ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট SUPERVOOC ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।