Realme GT 6T পাওয়া যাচ্ছে ৫,০০০ টাকা ছাড়ে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমাজন ই-কমার্স প্ল্যাটফর্মে লঞ্চ প্রাইসের থেকে ৫,০০০ টাকা সস্তায় বিক্রি হচ্ছে এই স্মার্টফোন। ফলে 3D কার্ভড AMOLED ডিসপ্লে, Sony ক্যামেরা সেন্সর, ১২০ ওয়াট চার্জিং, এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারির এই ফোন সাধ্যের মধ্যে চলে এসেছে। চলুন জেনে নিই, ছাড়ের পর কত খরচ হচ্ছে কিনতে।
ভারতে Realme GT 6T ফোনে ডিসকাউন্ট
রিয়েলমি জিটি ৬টি-এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ বেস মডেলটি ৩০,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। কিন্তু এখন এটি অ্যামাজনে ২৮,৯৯৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও, ক্রেতারা ৩০০০ টাকার ডিসকাউন্ট কুপন পেয়ে যাচ্ছেন। যার ফলে ফোনটির দাম ৫,০০০ টাকা কমে ২৫,৯৯৮ টাকায় নেমে আসছে। মনে রাখবেন, এই কুপন অফার যে কোনও সময় তুলে নিতে পারে আমাজন। তাই হাতে সময় থাকতে থাকতে অফারের লাভ ওঠান।
Realme GT 6T কেন কিনবেন
উক্ত বাজেট সেগমেন্টে রিয়েলমি জিটি ৬টি অন্যতম সেরা চয়েস। এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ দ্বারা সুরক্ষিত ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০০ নিটস পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা, ডলবি ভিশন, ২১৬০ হার্টজ পিডব্লিউএম ডিমিং ফ্রিকোয়েন্সি অফার করে। স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৪ ওএস, ও অ্যাড্রিনো ৭৩২ জিপিইউ আছে এই ফোনে।
স্মার্টফোনটিতে উচ্চমানের ক্যামেরা সিস্টেম রয়েছে। এতে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও স্পষ্ট ছবি তোলার জন্য অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন আছে। ৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও মিলবে। এতে 4K ভিডিও রেকর্ড করা যায়। সেলফি ও ভিডিয়ো কলের জন্য, সামনে সিঙ্গেল ৩২ মেগাপিক্সেল ক্যামেরা আছে। স্টিরিও স্পিকার এবং হাই-রেজ অডিও উন্নত অডিও অভিজ্ঞতা প্রদান করে।