বর্তমানে রিয়েলমির পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন নিয়ে জল্পনা তুঙ্গে। Realme GT 7 বেঞ্চমার্ক এবং বিভিন্ন সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। সেখান থেকে মেজর স্পেসিফিকেশনগুলি প্রকাশ হয়েছে। ফোনটি এবার গিকবেঞ্চে হাজির হয়েছে। এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে ডিভাইসটি যথাক্রমে ২,৯১৪ ও ৮,৭৪৯ পয়েন্ট স্কোর করে সাড়া ফেলে দিয়েছে।
মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুযায়ী, RMX5090 মডেল নম্বরের Realme GT 7 স্মার্টফোনে একটি অক্টা-কোর প্রসেসর থাকবে। চিপটি খুব সম্ভবত Snapdragon 8 Elite যা দুটি পারফরম্যান্স কোর (৩.৫৩ গিগাহার্টজ) ও ছয়টি এফিসিয়েন্সি কোর (৪.৩২ গিগাহার্টজ) নিয়ে গঠিত। গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো ৮৫০ জিপিইউ রয়েছে।
রিয়েলমির আপকামিং ফোনে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। ব্যাটারি থাকতে পারে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির। টেনা সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, এই মডেলে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ব্যাক প্যানেলে ৫০+৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা।
Realme GT 7 কবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অবশ্য একটি সূত্রের দাবি, ফোনটি এই মাসের শেষে চীনে লঞ্চ হতে পারে। এটি সবচেয়ে সস্তা Snapdragon 8 Elite প্রসেসর চালিত ফোন হবে বলেও জল্পনা চলছে। উল্লেখ্য, বর্তমানে এই খেতাব OnePlus Ace 5-এর দখলে। এটি ৩,৩৯৯ ইউয়ান (৪১,১০০ টাকা) মূল্যে চীনে উপলব্ধ।