রিয়েলমি কয়েক মাস আগে প্রিমিয়াম রেঞ্জে Realme GT 7 Pro লঞ্চ করেছিল। এবার বেস মডেল GT 7 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। যদিও ডিভাইসটি ঠিক কবে বাজারে আসবে তা এখনও জানা যায়নি। তবে Mysmartprice সম্প্রতি চীনের সার্টিফিকেশন সাইট 3C-তে ডিভাইসটিকে খুঁজে পেয়েছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটির মডেল নম্বর RMX5090। লিস্টিং থেকে জানা গেছে, Realme GT 7 স্মার্টফোনে ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
রিয়েলমি জিটি ৭ আসছে ৬৩১০ এমএএইচ ব্যাটারির সাথে
3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, রিয়েলমি জিটি ৭ ডিভাইসটি ৫জি মোবাইল কানেক্টিভিটি সহ আসবে। কিছুদিন আগে টেনা সার্টিফিকেশন সাইটেও ফোনটি অন্তর্ভুক্ত হয়েছিল। এখান থেকে সামনে এসেছে যে হ্যান্ডসেটে ১.৫কে রেজোলিউশন এবং হাই-রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। ডিভাইসটি ৬৩১০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।
৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে
ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি ৭ ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও দেওয়া হবে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরাও। একই সঙ্গে সেলফির জন্য থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
আর ডিভাইসের বাকি ফিচারগুলির কথা বললে, এতে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। কোম্পানি এই ফোনে ফেস আনলক ফিচার এবং ইনফ্রারেড সেন্সরও দিতে পারে। আশা করা হচ্ছে যে শীঘ্রই রিয়েলমি এই হ্যান্ডসেটটি টিজ করা শুরু করবে।