রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে। এতে দুর্দান্ত ফিচার, বিশাল বড় ব্যাটারি ও স্লিম ডিজাইন থাকবে বলে জানা গেছে। এর পাশাপাশি, রিয়েলমি দাবি করেছে যে, এই ফোনে ব্যবহার করা হবে গ্রাফিন-কোটেড ফাইবারগ্লাস ব্যাক প্যানেল, যা ‘Ice Sense’ কুলিং টেকনোলজি নামে পরিচিত। এই প্রযুক্তি ডিভাইসকে অতিরিক্ত গরম হতে দেবে না।
আসন্ন রিয়েলমি জিটি ৭ ফোনে দেওয়া হবে ৭২০০ এমএএইচ ব্যাটারি। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এর বডি থাকবে অবিশ্বাস্যভাবে হালকা ও পাতলা, এটি ৮.২৫ মিমি পুরু হবে এবং ওজন হবে ২০৩ গ্রাম। ডিভাইসটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।
পারফরম্যান্সের জন্য রিয়েলমি জিটি ৭ ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ব্যবহার করা হবে। আবার ফোনটি BOE ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পাতলা বেজেল এবং আই-প্রোটেকশন ফিচার থাকবে।
সিকিউরিটির জন্য এই রিয়েলমি স্মার্টফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। হ্যান্ডসেটটি IP69 রেটিং সহ আসবে, অর্থাৎ ধুলো এবং জল প্রতিরোধী হবে। সফটওয়্যারের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টমাইজড কালার ওএস কাস্টম স্কিনে চলবে।
উল্লেখ্য, Realme GT 7 Pro আগেই বাজারে এসেছে, এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে। এখন দেখার Realme GT 7 ফোনটি প্রো মডেলের মতো সাড়া ফেলতে পারবে কিনা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.